‘এমন পিতার কন্যা হতে পেরে আমি গর্বিত’, শোকস্তব্ধ প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মেয়েরা বরাবরই বাবার প্রিয় বেশি হয়ে থাকে। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গেই থাকতেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়েক খুব কাছের ছিলেন মেেয়। অপারেশনের পর থেকেই তাই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন শর্মিষ্ঠা। এই নিয়ে একাধিকবার টুইটও করেছেন তিনি।

প্রয়াত প্রণব মুখোপাধ্যায়
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ইহলোকের মায়া ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত কয়েক সপ্তাহ ধরেই তিনি কোমায় ছিলেন। মাঝে একটু অবস্থার অবনতি হলেও সোমবার সকাল থেকে তাঁর শরিরীক অবস্থার অবনতি হয়। সেপ্টিক শটে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরেই তিনি মারা যান।

বাবাকে স্মরণ মেয়ের
তাঁর কাছে কাছেই থাকতেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুর পর বাবার দেখাশোনা সবটাই করতেন শর্মিষ্ঠা। তাই প্রণব মুখোপাধ্যায়ের চলে যাওয়াটা বড় ধাক্কা তাঁর কাছে। শোকস্তব্ধ শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেছেন, 'দেশের সেবা করে নিজের জীবন অর্থবহ করে গিয়েছেন বাবা। এরকম বাবা হওয়ার জন্য গর্বিত'।

মৃত্যুর খবর জানান পুত্র অভিজিৎ
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর টুইট করে জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গভীর কোমায় ছিলেন কয়েক সপ্তাহ ধরে। তাঁর জন্য দেশবাসী যে প্রার্থনা করেছেন সেজন্য ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ।

শোকস্তব্ধ রাজনৈতিক মহল
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে রাজনৈিতক মহলের নেতা নেতৃরা সকলেই তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। কংগ্রেসের প্রবীণ নেতারা শোক প্রকাশ করেছেন।

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা দেব, লকেট, নুসরতদের