For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় ছবি! আরএসএস-এর সমালোচনায় প্রণব কন্যা

সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি তুলে ধরে আরএসএস-এর সমালোচনায় সরব হলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন, বিজেপি আরএসএস-এর ডার্টি ট্রিকস বিভাগ প্রবল ভাবে এর পিছনে রয়েছে।

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবি তুলে ধরে আরএসএস-এর সমালোচনায় সরব হলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইট করে তিনি বলেছেন, বিজেপি আরএসএস-এর ডার্টি ট্রিকস বিভাগ প্রবল ভাবে এর পিছনে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছবি! আরএসএস-এর সমালোচনায় প্রণব কন্যা

পাশাপাশি দুটি ছবি। বা-পাশের ছবিতে রয়েছে বৃহস্পতিবার আরএসএস-এর সদর দফতরে যাওয়া প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবি। আর ডানদিকের ছবিটিতে রয়েছে নানা কারুকাজ। ফটোশপ করা। যা বৃহস্পতিবারের প্রকৃত ছবি নয়। টুইটে সেই বিষয়টিই তুলে ধরেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা।

বুধবার প্রণব মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে শর্মিষ্ঠা লিখেছিলেন, নাগপুরে গিয়ে বিজেপি-আরএসএসকে মিথ্যা খবর, গুজব ছড়ানোর পুরো ছাড় দিলেন আপনি। মানুষ বক্তৃতা ভুলে যাবে। কিন্তু ছবিগুলি থেকে যাবে। ভুয়ো বিবৃতি দিয়ে প্রচার করা হবে। সেই রকমই একটি চিত্র বৃহস্পতিবার টুইটারে তুলে ধরেছেন শর্মিষ্ঠা। তিনি লিখেছেন, অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি আরএসএস-এর ডার্টি ট্রিকস বিভাগ প্রবল ভাবে কাজ করেছে।

বৃহস্পতিবার সন্ধেয় নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ভাষণ দেওয়ার আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে কংগ্রেস মুখপত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজের বাবার আরএসএস দফতরে যাওয়ার সমালোচনায় সরব হলেন। শর্মিষ্ঠার মতে, প্রণব মুখোপাধ্যায়ের এই সফরকে গৈরিক শিবির ইতিমধ্যেই তাদের মতাদর্শে সমর্থন বলে প্রচার করতে শুরু করেছে।

প্রাক্তন রাষ্ট্রপতির এই সফর নিয়ে বিজেপি নোংরা রাজনীতি ও প্রচারে সামিল হবে বলেও টুইটারে মন্তব্য করেন শর্মিষ্ঠা।

প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরের আরএসএস সদর দফতর সফর নিয়ে এতদিন পর্যন্ত চুপ করে ছিলেন শর্মিষ্ঠা। তিনি বিজেপি যোগ দিতে চলেছেন বলেও গুজব ছড়ায়। তবে এই খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেন শর্মিষ্ঠা। তারও জবাব দেন তিনি।

এর আগে জয়রাম রমেশ-সহ কংগ্রেসের অনেক নেতাই আরএসএস-এর দফতর যাওয়ার বিরোধিতা করে তার সঙ্গে দেখা করেছেন কিংবা চিঠি পাঠিয়েছিলেন। তাঁর বিগত ৫০ বছরের রাজনৈতিক জীবনেও যে এই ঘটনা ছাপ ফেলতে পারে সে ব্যাপারে প্রাক্তন রাষ্ট্রপতিকে বলেছিলেন একসময়ের সতীর্থরা।

English summary
Pranab Mukherjee's daughter Sharmistha Mukherjee hit out at RSS over his father's visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X