For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিন্ন মতাদর্শকে মর্যাদা! নেহরু-শাস্ত্রীদের উদাহরণ তুলে আর যাঁদের নাম জানাল আরএসএস

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে অযথা জলঘোলা করছে কংগ্রেস। এমনটাই মন্তব্য করা হয়েছে আরএসএস-এর মুখপত্রে।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে অযথা জলঘোলা করছে কংগ্রেস। এমনটাই মন্তব্য করা হয়েছে আরএসএস-এর মুখপত্রে। এর আগেই তাদের এই ধরনের অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী-সহ কংগ্রেসের অনেকেই যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে আরএসএস।

ভিন্ন মতাদর্শকে মর্যাদা! নেহরু-শাস্ত্রীদের উদাহরণ তুলে আর যাদের নাম জানাল আরএসএস

আরএসএস মনে করে, যাঁরা নিজেদের বাদ দিয়ে অন্য মতবাদকে একঘরে করতে চায়, তারাই প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন।

সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আরএসএস এবং সংঘ পরিবার সবসময়ই ভিন্ন মতাদর্শের মানুষদের মর্যাদা দিয়েছে। যা করা হয়েছে আরএসএস-এর মঞ্চ থেকেই। এমন কী সংঘ পরিবারের সব থেকে বড় স্কুলের নেটওয়ার্ক বিদ্যাভারতীর অনুষ্ঠানেও ছাত্রছাত্রীদের জন্য সমাজের বিভিন্ন অংশের মানুষকে আমন্ত্রণ জানানো হয় বলেও জানানো হয়েছে।

জওহরলাল নেহরুর উৎসাহেই ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের পর ১৯৬৩-র প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আরএসএস অংশ নিয়েছিল বলে জানানো হয়েছে। ১৯৬৫-র যুদ্ধের মুহুর্তে স্ট্যাটেজি ঠিক করার মুহুর্তে তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী আরএসএস-এর সংঘচালক গুরুজি গোলওয়ালকরকে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও স্মরণ করিয়ে দিয়েছে আরএসএস।

আরএসএস-এর প্রাক্তনী একনাথ রানাডে ঐতিহাসিক বিবেকানন্দ রকের কাজ শেষের পর তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। এমন কী গুরুজি গোলওয়ালকরও বিভিন্ন সময়ে ভিন্ন মতাদর্শের নেতাদের সঙ্গেও বৈঠক করতেন বলে জানিয়েছে আরএসএস।

ভিন্ন মতাদর্শকে মর্যাদা! নেহরু-শাস্ত্রীদের উদাহরণ তুলে আর যাদের নাম জানাল আরএসএস

রামমনোহর লোহিয়ার সঙ্গে গুরুজি গোলওয়ালকর

দেশে জরুরি অবস্থার পরে রাষ্ট্রপতি নীলমসঞ্জীব রেড্ডি এবং উপ রাষ্ট্রপতি বিডি জাত্তি, প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম দিল্লিতে অনুষ্ঠিত বিদ্যাভারতীর শিশু সংগম অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আরএসএস-এর সরসংঘচালক শ্রী বালাসাহেব দেওরস সেই সময়ে উপস্থিত ছিলেন বলেও জানিয়েছে আরএসএস।

শ্রী শ্রী রবিশঙ্কর, মাতা অমৃতানন্দময়ী ছাড়াও অনেক সাধু-সন্তরাও আরএসএস-এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ভিন্ন মতাদর্শকে মর্যাদা! নেহরু-শাস্ত্রীদের উদাহরণ তুলে আর যাদের নাম জানাল আরএসএস

সংঘের নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংকে

ফলে প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ই প্রথম নন, এর আগেও মতাদর্শগত বিরোধিতার মধ্যেও দেশের বহু নেতাই ঐতিহ্য অনুযায়ী আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

English summary
Pranab Mukherjee joins the illustrious tradition of Presidents & Prime Ministers, says RSS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X