কংগ্রেসের ভরাডুবির কারণ কী? আত্মজীবনীতে লিখে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়
বর্তমানে ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ কংগ্রেস। বিশেষ করে বিহার বিধানসভা ভোট ও কয়েকটি রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের খারাপ ফলে দলের শীর্ষনেতাদের দিকে আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে ঘি ঢেলেছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রকাশিত হতে চলা আত্মজীবনীমূলক বই 'দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস'।

কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়া-মনমোহন দায়ী
২০১৪ লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দায়ী করেছেন কংগ্রেসের প্রয়াত নেতা প্রণব মুখোপাধ্যায়। তাঁর কথায় পণ্ডিত নেহেরু যেভাবে স্বাধীনতার সময় ভারতকে সঙ্গবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন, সেরম কোনও নেতা বর্তমানে নেই। কংগ্রেসের হাইকমান্ড নতুন প্রজন্মের নেতাদের চিনতে ভুল করেছে।

কংগ্রেসের দুর্দশা দেখে দুঃখ হয়
তিনি তাঁর বইতে লিখেছেন, 'আমি আমার সহায়ককে নির্বাচনের ফলাফলের নিয়মিত আপডেট দেওয়ার নির্দেশ দিয়েছিলাম। ফলাফল স্পষ্ট হতেই আমি স্বস্তি পেয়েছিলাম, কারণ বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আমার কাজ সহজ করে দেয়। তবে আমি দুঃখ পাই আমার এক সময়ের দলের দুর্দশা দেখে। এটা বিশ্বাস করা খুব কঠিন ছিল যে কংগ্রেস মাত্র ৪৪টি আসনে জিতেছিল।'

২০০৪ সালে আমি প্রধানমন্ত্রী হলে বিপর্যয় এড়ানো যেত
প্রাক্তন রাষ্ট্রপতি লিখেছেন, 'কংগ্রেসের অনেকেই মনে করেন যে ২০০৪ সালে আমি প্রধানমন্ত্রী হলে ২০১৪ সালের বিপর্যয় অনেকটাই এড়ানো যেত।' যদিও এই ধারণার সঙ্গে প্রণব মুখোপাধ্যায় একমত ছিলেন না। তাঁর কথায়, 'যদিও আমার মনে হয়েছে ২০১২ সালে আমি রাষ্ট্রপতি হওয়ার পর দলের শীর্ষনেতারা রাজনৈতিক দিশা হারিয়ে ফেলেছিলেন।'

সোনিয়া দলের কাজ সামলাতে পারছিলেন না
এরজন্য সরাসরি দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিকে আঙুল তুলেছেন প্রণব। লিখেছেন, 'সোনিয়া দলের কাজ সামলাতে পারছিলেন না। সংসদে মনমোহন সিংয়ের দীর্ঘ অনুপস্থিতির কারণে অন্যান্য সাংসদদের সঙ্গে তাঁর যোগাযোগ নষ্ট হয়ে গিয়েছিল।'

রাজনৈতিক 'সন্ন্যাস' নিয়ে রাইসিনার বাসিন্দা হয়েছিলেন
জীবনের শেষ পর্বে রাজনৈতিক 'সন্ন্যাস' নিয়ে রাইসিনার বাসিন্দা হয়েছিলেন। কিন্তু, সে ক্ষেত্রেও নিজের স্বতন্ত্রকে বিসর্জন দেননি। রাইসিনা হয়ে উঠেছিল প্রণবময় । রাইসিনার বাগান-দরজা খুলেছিল সাধারণের জন্য । যেন সেখানেও নিজস্বতা । রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রতিটি বিদেশ সফর নতুন মাইল-ফলক তৈরি করেছিল। পাশের দেশে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা সব ক্ষেত্রেই তিনি ছিলেন নিজের মতো।
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত ঠিক করে ফেলেছেন 'মহারাজ' সৌরভ, এগোবেন কোন পথে!