For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস-এর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের যৌথ প্রকল্পের জল্পনা - কী ছবি দেখা গেল হরিয়ানায়

গুজব ছড়িয়েছিল, প্রণব মুখার্জী ফাউন্ডেশন নাকি হরিয়ানায় আরএসএসের সঙ্গে যৌথ উদ্যোগে কিছু সামাজিক প্রকল্প করতে চায়। কিন্তু রবিবার হরিয়ানায় প্রণব মুখার্জী কর্মসূচিতে একজন আরএসএস নেতাকেও দেখা গেল না।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই বাজারে একটা খবর শোনা যাচ্ছিল - প্রণব মুখোপাধ্যায় নাকি হরিয়ানায় আরএসএস-এর কর্মীদের সঙ্গে যৌথ উদ্যোগে কয়েকটি প্রকল্পের কাজে হাত দেবেন। রবিবার হরিয়ানায় প্রণবের অনুষ্ঠানেই নাকি দেখা যাবে আরএসএস-এর বেশ কয়েকজন নেতাকে। কার্যক্ষেত্রে কিন্তু তা হল না। প্রাক্তন রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আরএসএস নেতা-কর্মীরা।

আরএসএস-এর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের যৌথ প্রকল্পের জল্পনা

এদিন হরিয়াণার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে স্মার্ট গ্রাম যোজনার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে হরিয়ানা এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এর আগে এই যোজনার আওতায় হরিয়ানার বেশ কয়েকটি গ্রাম উন্নয়নের জন্য দত্তক নিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি।

তবে এদিন যাবতীয় কৌতূহল ছিল প্রণবের সঙ্গে আরএসএস-এর কেউ দেখা করতে আসছেন কিনা, তা নিয়েই। প্রণবের হরিয়ানা আগমনের খবরের সঙ্গে সঙ্গেই শোনা যাচ্ছিল প্রণব মুখোপাধ্যায় ফাউন্ডেশন আরএসএস-এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চায়। আর তার রূপরেখা ঠিক করতেই রবিবারের অনুষ্ঠানে আরএসএস নেতাদের আহ্বান করবেন তিনি।

অবশ্য দুদিন আগেই এই খবর কানে যেতেই প্রাক্তন রাষ্ট্রপতির দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করে, ওই খবরের কোনও সত্যতা নেই বলে জানানো হয়। স্পষ্ট ভাষায় বলা হয় প্রণব বাবুর ফাউন্ডেশনের সঙ্গে আরএসএস-এর কোনও যোগাযোগ নেই, যোগাযোগ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়নি। তারপরেও এদিনের অনুষ্ঠানে কোনও আরএসএস নেতাকে দেখা যায় কিনা তা নিয়ে কৌতূহল ছিল।

গত জুন মাসে প্রণব বাবু আরএসএস এক অনুষ্টানে য়োগ দিতে নাগপুরে সঙ্ঘের সদর দপ্তরে গিয়েছিলেন। যা নিয়ে তাঁর কন্যা সহ অনেক কংগ্রেস নেতাই আপত্তি জানিয়েছিলেন। আগামীদিনে আরএসএস রাহুল গান্ধীকেও বক্তব্য রাখার জন্য তাদের এক অনুষ্ঠানে আহ্বান করবে বলে শোনা যাচ্ছে।

English summary
There was a rumor that Pranab Mukherjee Foundation wants to collaborate with RSS to do some social project in Haryana. But on Sunday not a single RSS leader was present at Pranab Mukherjee's programme in Haryana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X