For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর এবার প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে সংযুক্ত!নয়া বিতর্ক শুরু

  • |
Google Oneindia Bengali News

ভোপালে লোকসভা নির্বাচনে প্রচারের মাঝেই তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ তুলেছিলেন ২৬ /১১ এর শহিদ পুলিশ অফিসার হেমন্ত করককের বিরুদ্ধে। প্রক্ষা সেই সময় অভিযোগ তোলেন যে কিভাবে একবার পুলিশ কর্তা হেমন্ত করকরে তাঁকে কারাগারে 'অত্যাচার' করেছিলেন। সেই সময় মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। এককালে মালেগাঁও বিস্ফোরণ ঘিরে তাঁর ওপর 'সন্ত্রাস' ছড়ানোর অভিযোগও তোলা হয়। এই সমস্ত পর্বের পর এবার প্রজ্ঞা সিং ঠাকুর পা রাখতে চলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ পার্লামেন্টারি কনসাল্টেটিভ কমিটিতে।

 কমিটির প্রধান রাজনাথ

কমিটির প্রধান রাজনাথ

২১ সদস্যের এই বিশেষ পরামর্শদাতা কমিটিতে প্রধান হিসাবে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি হচ্ছে এই বিশেষ কমিটি। আর সেই কমিটিতে থাকতে চলেছেন ভোপালের বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর।

 কমিটিতে আর কে কে থাকছেন

কমিটিতে আর কে কে থাকছেন

২১ সদস্যের প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে শুধু প্রজ্ঞা সিং ঠাকুরই নেই, রয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গৃহবন্দি নেতা ফারুক আবদুল্লাহ। রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা শরদ পাওয়ারও।

বিতর্ক ও সাধ্বী প্রজ্ঞা

বিতর্ক ও সাধ্বী প্রজ্ঞা

২৬/১১ হামলায় শহিদ পুলিশ অফিসার হেমন্ত করকরে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে , তাঁকে 'অভিশাপ' দেওয়ার কথা বলে প্রজ্ঞা সিং ঠাকুর আগেই বহু বিতর্ক আহ্বান করেছেন। এছাড়াও নাথুরাম গডসেকে দেশপ্রেমিক দাবি করে আরও বেশ কিছুটা বিতর্ক বাড়িয়ে দেন প্রজ্ঞা । সাম্প্রতিক কালে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতাদের 'বাণ' মারার অভিযোগও তোলেন তিনি।

English summary
Pragya Singh Thakur become Part of Rajnath Singh's Defence Ministry .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X