For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিপিএফ-এনএসসিতে নতুন নিয়ম, এইসব ব্যক্তির ক্ষেত্রে বন্ধ হবে অ্যাকাউন্ট

এনএসসি-সহ স্বল্পসঞ্চয়ে স্কিমের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্র। কোনও ভারতীয় যদি অনাবসী হন, তাহলে ম্যাচুরিটির এইসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে।

  • |
Google Oneindia Bengali News

এনএসসি-সহ স্বল্পসঞ্চয়ে স্কিমের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্র। কোনও ভারতীয় যদি অনাবসী হন, তাহলে ম্যাচুরিটির এইসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যাবে।

পিপিএফ-এনএসসিতে নতুন নিয়ম, এইসব ব্যক্তির ক্ষেত্রে বন্ধ হবে অ্যাকাউন্ট

এইসব ক্ষেত্রে অনাবাসী ব্যক্তিরা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযারী ৪ শতাংশ করে সুদ পাবেন। কিন্তু অনাবাসী হওয়ায় এর থেকে বেশি হারে সুদ তাঁরা পাবেন না। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফের ক্ষেত্রেও, সেদিন থেকে নির্দিষ্ট ব্যক্তি এনআরআই হচ্ছেন, সেদিন থেকে সেই অ্যাকাউন্টটিও বন্ধ বলে ধরে নেওয়া হবে। এবিষয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ১৯৬৮-র আইনও সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, যেদিন থেকে নির্দিষ্ট ব্যক্তি এনআরআই হচ্ছেন , সেদিন থেকে তার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলেও, জমা টাকার ওপর ৪ শতাংশ হারে সুদ পেতে থাকবেন, যতদিন না পর্যন্ত সেই অ্যাকাউন্টটি পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে অক্টোবর থেকে ডিসেম্বরের জন্য পিপিএফ এবং এনএসসিতে ৭.৮ শতাংশ সুদ ধার্য করেছে কেন্দ্র।

English summary
PPF and National Savings Certificate to be closed, if holder's status changes to NRI. Such holders will earn only post office savings account rate of 4 percent and not the higher rate on those instruments when the status was one of resident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X