For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় মমতা, দিল্লি জুড়ে ছেড়ে গেল ব্যঙ্গচিত্রে

এবার রাজধানী দিল্লিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাতে সভার আয়োজন করলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ব্রিগেডে অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় করে উদ্বোধনী সমাবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই রেশ ধরে এবার রাজধানী দিল্লিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাতে সভার আয়োজন করলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই সভা উপলক্ষ্যেই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে অভ্যর্থনা জানাতে দিল্লির রাস্তা ছেয়ে গিয়েছে পোস্টারে।

দিদিকে স্বাগত

যদিও সেই পোস্টার তাঁকে স্বাগত জানাতে দেওয়া হয়নি। বলা যেতে পারে এগুলি এক ধরনের ব্যঙ্গচিত্র। ইয়ুথ ফর ডেমোক্র্যাসি নামে এক সংগঠন এই পোস্টার ও ব্যানার লাগিয়েছে। তাতে লেখা রয়েছে, দিদি এখানে কেউ আপনাকে সভা করতে বাধা দেবে না।

পিছনে কারা!

পিছনে কারা!

মনে করা হচ্ছে বিজেপি বা গেরুয়া শিবির পন্থী কোনও সংগঠন একাজ করেছে। কারণ বাংলায় বিজেপি বারবার সভা করতে গিয়ে বাধা পেয়েছে। বিজেপির ছোট-বড় নেতারা এমনকী প্রধানমন্ত্রীর সভা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কখনও অভিযোগ করা হয়েছে চপার নামতে দেওয়া হয়নি তো কখনও সভার জন্য মাঠের অনুমতি দেয়নি মমতার সরকার। তারই প্রতিবাদ দিল্লির বুকে এভাবে জানানো হল বলে মনে করা হচ্ছে।

সভায় থাকছেন কারা

সভায় থাকছেন কারা

প্রসঙ্গত, দিল্লিতে আম আদমি পার্টির সভায় চন্দ্রবাবু নাইড়ু, শরদ যাদব, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, রাম গোপাল যাদব, যশবন্ত সিনহা, কানিমোঝি, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে সকলেই থাকছেন। এমনকী রাহুল গান্ধীও এই সভায় আসতে পারেন বলে খবর।

English summary
Posters criticising Mamata Banerjee appear in road of Delhi before Aap rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X