For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে হিট অ্যান্ড রান মামলায় ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ! যুবতীর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন, উত্তর মিলছে কম

দিল্লিতে হিট অ্যান্ড রান মামলায় ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ! যুবতীর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন, উত্তর মিলছে কম

  • |
Google Oneindia Bengali News

দিল্লির সুলতানপুরীতে যুবতীকে গাড়িতে ১২ কিমি পর্যন্ত টেনে নিয়ে মারার ঘটনায় পোস্ট মর্টেম রিপোর্ট সামনে এসেছে। সেখানে ওই যুবতীর মৃত্যুর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করা হয়েছে। ৩১ ডিসেম্বর নববর্ষের প্রাক্কালে পার্টিতে যোগ দিতে আমান বিহারের বাড়ি থেকে বেরিয়ে ছিলেন।

যুবতীর পোস্ট মর্টেম রিপোর্টে কী আছে

যুবতীর পোস্ট মর্টেম রিপোর্টে কী আছে

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করা অঞ্জলির পোস্ট মর্টেম রিপোর্টে বলা হয়েছে মাথা, মেরুদণ্ড এবং বিভিন্ন অঙ্গে আঘাতের কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুর অস্থায়ী কারণ হিসেবে বাম ফিমার, শক ও রক্তক্ষণের কারণের কথা উল্লেখ করা হয়েছে। সমস্ত আঘাতই হয়েছে ভোঁতা কোনও জিনিসে। যা যানবাহনের দুর্ঘটনা কিংবা টেনে নিয়ে যাওয়ার জন্য হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুডা।
এছাড়াও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেহে যৌন নিপীড়নের ফলে আঘাতের কোনও চিহ্ন নেই। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুডা জানিয়েছেন এব্যাপারে চূড়ান্ত রিপোর্ট যথাসময়ে পাওয়া যাবে।

 কীভাবে দুর্ঘটনা

কীভাবে দুর্ঘটনা

প্রাথমিকভাবে তদন্তকারীদের একটা অংশ মনে করছে যুবতীর স্কুটি চালানোর সময় গাড়ির ধাক্কা এবং সেই গাড়িতে জামাকাপড় জড়িয়ে যায় এবং তাঁকে ১২ কিমি টেনে নিয়ে যাওয়া হয়। ইতি মধ্যে সেই সময় গাড়িতে থাকা পাঁচ যুবক দীপ খান্না, অমিত খান্না, কৃষাণ, মিঠু এবং মনোজ মিত্তালকে হেফাজতে নিয়েছে পুলিশ। চালকের অবহেলার কারণে্ এই মৃত্যু বলে মনে করছে পুলিশ।

 মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

  • এখনও পর্যন্ত এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তার মধ্যে রয়েছে, ধূসর রঙের গাড়িটি কীভাবে পুলিশের নজরে এল?
  • সুলতানপুরী থেকে কানঝাওয়ালার মধ্যে মোতায়েন থাকা পুলিশকর্মীরা কেন গাড়ির চাকায় আটকে থাকা কোনও মহিলাকে দেখতে পেলেন না?
  • ১২ কিমি রাস্তায় কি কোনও পুলিশ উপস্থিত ছিলেন না?
  • ৩ জানুয়ারি প্রকাশিত হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে দুর্ঘটনার রাচে অঞ্জলি একা ছিলেন না। তাঁর সঙ্গে বন্ধু নিধিকেও দেখা যাচ্ছে। ১ জানুয়ারি গভীর রাত প্রায় ১.৪৫ নাগাদ একটি হোটেল থেকে তাঁদের বের হতে দেখা যাচ্ছে। তবে গাড়ির ধাক্কায় নিধিও আঘাত পেয়েছিলেন। কেন নিধি পুলিশকে জানালেন না? অন্যদিকে ২৪ ঘন্টার বেশি সময় ধরে পুলিশ নিধির কথা জানলেও কেন সংবাদ মাধ্যমকে সেই কথা জানানো হল না?
  • পুলিশ জানিয়েছে, গাড়ির পাঁচজন সওয়ারি ছাড়াো আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সেইসব লোকেদের পরিচয় কী? তাঁরা কীভাবে এই মামলার সঙ্গে যুক্ত?
 পুলিশের গাফিলতি দায়ী, বলছেন প্রত্যক্ষদর্শীরা

পুলিশের গাফিলতি দায়ী, বলছেন প্রত্যক্ষদর্শীরা

এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা একজন বলেছেন, একটি গাড়ির তলার এক মহিলা আটকে থাকা অবস্থায় টেনে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি এলাকার কর্মরত পুলিশকর্মীদের জানিয়েছিলেন, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই রাতে অভিযুক্ত গাড়িতে ধাক্কা খেতে খেতে বেঁচে যাওয়া এক ফুড ডেলিভারি এগজিকিউটিভ দাবি করেছেন, সেই জায়গায় পুলিশ চৌকি থাকলেও কর্মীরা ছিলেন নিষ্ক্রিয়।

Odisha: ফের এক রুশ নাগরিকের রহস্যমৃত্যু, পারাদ্বীপ বন্দরে উত্তেজনাOdisha: ফের এক রুশ নাগরিকের রহস্যমৃত্যু, পারাদ্বীপ বন্দরে উত্তেজনা

English summary
Post mortem report of Delhi's young woman's hit and run case comes as many questions but answers few
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X