For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০ পাকিস্তানির ভিড় আটারি-ওয়াঘা সীমান্তে ! সিএএ পরবর্তী সময় দেশের প্রান্তরে কী ঘটছে

  • |
Google Oneindia Bengali News

একদিকে খবর যে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ সীমান্ত বরাবর ক্রমাগত মানুষের ভিড় বাড়ছে। শোনা যাচ্ছে,বহু মানুষ এই সীমান্ত দিয়ে চলে যাচ্ছেন বাংলাদেশে। বিএসএফ ও ব্যাটের তরফে এমন বহু মানুষকে আটক করা হয়েছে। আর অন্যদিকে, এবার খবর পাঞ্জাব সীমান্তের। সেখানে পাকিস্তান সংলগ্ন আটারি ও ওয়াঘা সীমান্তে ক্রমাগত বাড়ছে পাকিস্তান থেকে আসা মানুষের ভিড়। যাঁদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু।

 আট্টারি-ওয়াঘা সীমান্তে ২০০ জন পাকিস্তানি

আট্টারি-ওয়াঘা সীমান্তে ২০০ জন পাকিস্তানি


জানা গিয়েছে, সোমবার অন্তত পক্ষে ২০০ জন পাকিস্তানি হিন্দু ওয়াঘা- আট্টারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। সিএএ পরবর্তী পর্যায়ে এই সংখ্যক মানুষদের ভারতে প্রবেশ নিঃসন্দেহে একটি বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন তাঁরা শরণার্থী হিসাবে ভারতে এসেছেন।

পাকিস্তানি হিন্দুদের কোন দাবি?

পাকিস্তানি হিন্দুদের কোন দাবি?

পাকিস্তানি হিন্দুরা যাঁরা সদ্য সীমান্ত পেরিয়ে সোমবারই ভারতে এসেছেন, তাঁদের দাবি, পাকিস্তানে আর তাঁরা নিরাপদ নন। তাঁদের আশা এবার নাগরিকত্ব সংশোধনী আইন ভারতে লাগু হতেই , তাঁরা ভারতে নাগরিকত্ব পেতে সুবিধা পাবেন।

৪ টি পাকিস্তানি 'পলাতক' পরিবারকে গ্রহণ করেছে অকালি দল!

পাঞ্জাবের দাপুটে আঞ্চলিক দল তথা বিজেপির জোট শরিক অকাল দলের সদস্যরা পাঞ্জাবের আট্টারি সীমান্ত থেকে ৪ টি পাকিস্তানি হিন্দু পরিবারকে নিয়ে যায়। অকালি দলের দাবি, এই পরিবারগুলি পাকিস্তানে অত্যাচারিত হয়ে ভারতে এসেছে।

 এক মাসে কী ঘটছে?

এক মাসে কী ঘটছে?

সীমান্তের নিরাপত্তারক্ষীরা বলছে, গত এক মাসে পাকিস্তান থেকে অনবরত ভারতে আসতে শুরু করেছেন সেদেশের একাধিক বাসিন্দা। যা নিঃসনন্দেহে সাম্প্রতিক পরিস্থিতিতে বড়সড় বিষয়। বহু পাকিস্তানি যাঁরা সীমান্ত পার করে এসেছেন, তাঁদের মতে এই সিএএ অত্যন্ত 'ইতিবাচক' পদক্ষেপ। মূলত, এই পরিবারগুলির বেশিরভাগই আস্তানা নিয়েছে রাজস্থানে।

 সিএএ কী বলছে?

সিএএ কী বলছে?

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আগত পারশি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন , শিখদের ভারতে নাগরিকত্ব দিতে চলেছে সরকার। তবে তার জন্য সিএএ এর আওতায় আবেদন দায়ের করতে হবে।

English summary
The Pakistani Hindus came on a visitor's visa but some of them claimed that they felt unsafe in Pakistan and hoped to get India citizenship after the enactment of the CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X