কর্নাটকের ছায়া এবার দিল্লিতেও! বিতর্ক মাইসোরের শাসককে নিয়ে
দিল্লি বিধানসভায় টিপু সুলতানের কোনও ছবি রাখতে দেওয়া হবে না। এমনটাই হুঁশিয়ারি দিলেন শিরোমনি আকালি-বিজেপি বিধায়ক মনজিন্দার সিং সিরসা।

মাইসোরের শাসক টিপু সুলতান ছিলেন অত্যাচারী। । তিনি চারলক্ষ হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিলেন। এমনটাই অভিযোগ করলেন শিরোমনি আকালি-বিজেপি বিধায়ক মনজিন্দার সিং সিরসা।
প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লি বিধানসভায় ৭০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এঁদের মধ্যে মাইসোরের শাসক টিপু সুলতানের ছবিও ছিল। বিধায়ক মনজিন্দার সিং সিরসার অভিযোগ ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্যই আপ এই ধরনের কাজ করেছে। পৃথ্বিরাজ চৌহান এবং বাবা জাসা সিং আলুওয়ালিয়ার নাম উল্লেখ করেছেন বিধায়ক সিরসা। তাঁরা যুদ্ধের মাধ্যমে হানাদারদের আক্রমণ প্রতিহত করেছিলেন। এঁদের নাম আপ ভুলে গিয়েছে বলে অভিযোগ করেছেন সিরসা। রাজৌরি গার্ডেনের বিধায়কের অভিযোগ, টিপু সুলতান অত্যাচারী। সেইজন্য, তাঁরা টিপু সুলতানের ছবি তাঁরা বিধানসভায় রাখতে দেবেন না।

দিল্লি বিধানসভার বিরোধী নেতা বিজেন্দর গুপ্তার অভিযোগ, বিধানসভায় ছবি টানানোর আগে আপ সরকার কারও সঙ্গেই কথা বলেননি। গুপ্তা বলেন, টিপু সুলতান জয়ন্তী নিয়ে ২০১৫-তে কর্নাটকের ঘটনা সবাই জানেন। কর্নাটকের বিক্ষোভের পর, এই ধরনের বিতর্কের হওয়া উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি। কিন্তু দিল্লি সরকার সেই বিতর্কই জাগিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন তিনি।