For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টিতে বাস ডিপোর ছাদ ভেঙে মৃত ৮, কোথায় ঘটল এমন ঘটনা

তামিলনাড়ুর নাগাপট্টিনমের পোরায়র এলাকায় বাস ডিপোর ছাদ ভেঙে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর নাগাপট্টিনমের পোরায়র এলাকায় বাস ডিপোর ছাদ ভেঙে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তিন জন। বিল্ডিংটি চল্লিশ বছরের পুরনো ছিল। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের দখলে ছিল বিল্ডিংটি।

প্রবল বৃষ্টিতে বাস ডিপোর ছাদ ভেঙে মৃত ৮, কোথায় ঘটল এমন ঘটনা

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে সকলেই বাস চালক অথবা কন্ডাক্টর ছিলেন। রাতে ডিউটি শেষে তাঁরা সেই অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। তারই মাঝে রাত সাড়ে তিনটে নাগাদ বিল্ডিংটির ছাদ ভেঙে পড়ে।

যে নিহতদের চিহ্নিত করা গিয়েছে তাঁরা হলেন মুনিয়াপ্পন, চন্দ্রশেখর, প্রভাকর, রামলিঙ্গম, মনিভন্নন, ধনপাল, অনবরসন ও বালু। বাকী আহতরা হলেন ভেঙ্কটেসন, সেন্তিল ও প্রেমকুমার। এদের তিনজনকে নাগাপট্টিনমের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছয় নাগাপট্টিনম ও মায়িলাদুথুরাইয়ের পুলিশ ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, এই এলাকায় গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে পুরনো বাড়ি দুর্বল হয়েই দুর্ঘটনা ঘটেছে।

English summary
Portion of bus depot roof collapses in Tamil Nadu, 8 died, 3 injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X