For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে নিষিদ্ধ হল পর্নোগ্রাফি? এই পদক্ষেপের তীব্র সমালোচনা রামগোপাল বর্মা-সহ অন্যান্য তারকাদের

Google Oneindia Bengali News

মুম্বই, ৩ আগস্ট : "পর্ন সাইট আর ইনঅ্যাক্সিসেবল"।

শনিবার সন্ধ্যা থেকেই ভোডাফোন, এমটিএনএল, এটিসি, হ্যাথওয়ে, বিএসএনএল ইন্টারনেট প্রোভাইডারের পরিষেবাতেই নীল ছবির জন্য ইন্টারনেটে ব্রাউস করতে গেলেই স্ক্রিনে ভাসছিল এই লেখা। আর তা দেখেই চক্ষু চড়কগাছ ভারতীয় নীলছবি প্রেমিকদের।[বাড়িতে চার দেওয়ালের মধ্যে বসে নীল ছবি দেখা কি আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!]

শনিবার সন্ধ্যা থেকেই মোটামুটিভাবে বিষয়টি সামনে আসতে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পর্নোগ্রাফি সাইটগুলি খুলতে পারছিলেন না। জনপ্রিয় পর্ন সাইট যেমন পর্নহাব, রেডটিউব সবকটি খুললেই দেখা মিলছিল ব্ল্যাঙ্ক পেজের।

এই ঘটনায় সোস্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ এর পক্ষে নিজের মত দিচ্ছেন কেউ বিপক্ষে। চিত্রপরিচালক রামগোপাল বর্মা এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রামগোপালের কথায়, প্রাপ্তবয়স্কদের আনন্দউপভোগ করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করে প্রাপ্তবয়স্কদের মৌলিক অধিকার হরণ করা তালিবান এবং আইএসআইএসকে স্বাধীনতা দেওয়ারই সামিল। ['একটা পর্নো সাইট ব্লক করলে আর একটা গজিয়ে উঠছে', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র]

একের পর এক টুইটে পর্ন সাইট নিষিদ্ধ করার তীব্র সমালোচনা করতে থাকেন রামগোপাল শর্মা। "পর্ন ছবির যে পরিমাণ দর্শক রয়েছে তাদের বিচার করলে, পর্ন সাইট নিষিদ্ধ করে নিজের পায়েই কুড়ুল মারল সরকার, আগামী নির্বাচনে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলে দিল শাসকদল। বিষয়বস্তুর অদলবদল আনার জন্য সরকারের পথ খোঁজা উচিত, নাকি ভুল পথে গিয়ে পর্ন সাইটই বন্ধ করে দেওয়া উচিত।"

রামগোপাল বর্মার কথায়, যাদের পর্ন সাইট দেখা উচিত না তাদের জন্য গোটা পর্নসাইটই নিষিদ্ধ করে দেওয়া অনেকটা পথদুর্ঘটনার কারণে ট্রাফিকই বন্ধ করে দেওয়া।

{photo-feature}

English summary
Porn banned in India? RGV criticises the move
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X