For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জনসংখ্যা নিয়ন্ত্রণ'-কে হাতিয়ার করে দিল্লি নির্বাচনের সুর চড়াচ্ছে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিটি জনসভা থেকে উঠে আসছে একাধিক স্লোগান। এবার তার মধ্যেই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক স্লোগান গুলিই সর্বাধিক প্রতিধ্বনিত হচ্ছে বলে শোনা যাচ্ছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ-কে হাতিয়ার করে দিল্লি নির্বাচনের সুর চড়াচ্ছে বিজেপি


বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বড় নেতাদের সামনে বিজেপির নীচুতলার কর্মীরাই এই জন্ম নিয়ন্ত্রণের দাবিতে স্লোগান তুলছে আবার বেশ কিছু জায়গায় সাধারণ মানুষকে এই স্লোগান দিতে দেখা যাচ্ছে। যার ফলে বিভিন্ন জনসভায় গিয়ে বিজেপি নেতারা সহজেই বলতে পারছেন দেশে বর্তমানে নতুন জন্ম নিয়ন্ত্রক আইনের প্রয়োজনীয়তা রয়েছে।

সোমবার কারকার্দুমার সিবিডি গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় দলের কর্মী-সমর্থকদের 'জনসংখ্যা নিয়ন্ত্রণের' স্লোগান দিতে দেখা যায়। সমাবেশ চলাকালীন প্রধানমন্ত্রী মোদী তার সরকারের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধান ৩০টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করে ভাষণ দিতে থাকেন তখন গ্যালারির পিছনে দাঁড়িয়ে থাকা জনতা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের পক্ষে স্লোগান দিতে শুরু করে।

বিজেপি নেতারা বলছেন যে দিল্লিতে প্রতিটি জায়গায় সমাবেশের মূল সুরই এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ। তাদের মতে সাধারণ মানুষ মনে করছে জনসংখ্যা বিস্ফোরণই দেশের সকল সমস্যার মূল কারণ। এই প্রসঙ্গে বিজেপি নেতারা এও বলেন এই প্রসঙ্গে তাদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। সাধারণ কর্মী-সমর্থকেরা জিজ্ঞেস করছে সরকার যখন ৩৭০ ধারা বাতিল করতে পারে, সিএএ আনতে পারে, তখন কেন তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের মতো সাহসী পদক্ষেপ নিতে পারে না।

English summary
before the Assembly elections 'Population control' is now the main tune of every BJP public meeting in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X