জনবিস্ফোরণ আটকানোও দেশভক্তির সমতুল্য কাজ, লালকেল্লা থেকে বার্তা মোদীর
স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে ভাষণে একের পর এক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে আগামিদিনে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার পথনির্দেশিকা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এদিন দেশের জনবিস্ফোরণ নিয়ে বক্তব্য রাখেন। ১৩০ কোটির দেশ ভারতবর্ষে জনবিস্ফোরণকে কীভাবে লাগাম পরানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই নিয়ে জনচেতনা তৈরি আবশ্যিক হয়ে পড়েছে। জনবিস্ফোরণের ফলে শুধু এই প্রজন্ম নয় আগামী প্রজন্মেরও নানা সমস্যার সম্মুখীন হতে হবে। ফলে সন্তান জন্মের আগে অভিভাবকদের চিন্তার প্রয়োজন রয়েছে যে তাঁরা পৃথিবীতে আনতে চলা সন্তানকে সঠিক ভবিষ্যৎ দিতে পারবেন কিনা।
[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]
[আরও পড়ুন:লালকেল্লা থেকে প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রী মোদীর]
কোনও ছোট পরিবার যদি এই বিষয়ে গভীর ভাবনা-চিন্তা করে এবং জনবিস্ফোরণ আটকাতে পদক্ষেপ করে সেটাও দেশ ভক্তি সমান বলে প্রধানমন্ত্রী তুলনা করেছেন। তাঁর কথায় সামাজিক চেতনা এক্ষেত্রে বড় কাজ করতে পারে। যে সমস্ত পরিবার জন্ম নিয়ন্ত্রণ নীতি অবলম্বন করে এগিয়ে চলেছে তাঁরাও দেশের উন্নয়নে অবদান রাখছে বলে এদিন তিনি ব্যাখ্যা করেছেন।
[আরও পড়ুন:দেশকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে দেওয়ার স্বপ্নকে সংকল্প করতে আহ্বান মোদীর]