For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনাথের বিরুদ্ধে প্রার্থী শত্রুঘ্নর স্ত্রী! কোন দলের টিকিটে লড়তে পারেন পুনম

শত্রুঘ্ন সিনহা বিজেপির সঙ্গ পরিত্যাগ করে এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন। আর তার আগে খবরে উঠে এলেন তাঁর স্ত্রী পুনম সিনহা। না! কংগ্রেসে তিনি যোগে দেননি।

Google Oneindia Bengali News

শত্রুঘ্ন সিনহা বিজেপির সঙ্গ পরিত্যাগ করে এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন। আর তার আগে খবরে উঠে এলেন তাঁর স্ত্রী পুনম সিনহা। না! কংগ্রেসে তিনি যোগে দেননি। তবে আপাতত যা খবর উত্তরপ্রদেশের লখনউ আসনে বিজেপির রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম।

রাজনাথের বিরুদ্ধে প্রার্থী শত্রুঘ্নর স্ত্রী পুনম! কংগ্রেস নয়, অন্য কোন দলের টিকিটে লড়তে পারেন তিনি

উল্লেখ্য, উত্তর প্রদেশের বুকে বিজেপির রথ রুখতে মায়াবতীর বিএসপির সঙ্গে জোট বেঁধেছে অখিলেশের সপা। বুয়া ভাতিজার জোটে ঠিক হয় , লখনউ কেন্দ্রটিতে লড়বে সমাজবাদী পার্টি। আর সেই সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে সম্ভবত লড়তে চলেছেন শক্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। স্বামী কংগ্রেসে যোগ দিলেও পুনম সমাজবাদী পার্টি থেকে ভোট ময়দানে লড়বেন বলে সূত্রের খবর।

[আরও পড়ুন:রাহুল সিনহার প্রচারে উঠল 'মোদী চোর হ্যায়' স্লোগান! ফের একই কাজের হুঁশিয়ারি তৃণমূলের][আরও পড়ুন:রাহুল সিনহার প্রচারে উঠল 'মোদী চোর হ্যায়' স্লোগান! ফের একই কাজের হুঁশিয়ারি তৃণমূলের]

আর ২০১৯ ভোট ময়দানে পুনমের সামনে প্রতিপক্ষ হিসাবে থাকতে চলেছেন বিজেপির হেভওয়েট নেতা রাজনাথ সিং। মোদী বিরোধী শত্রুঘ্ন দল থেকে সরে আসার পর তাঁর স্ত্রী পুনমের সঙ্গে বিজেপির দাপুটে রাজনীতিবিদ রাজনাথের লড়াই কতটা জমবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল কংগ্রেসে যোগ দেওয়ার পর শত্রুঘ্ন সিনহা সম্ভবত পাটনা সাহিব কেন্দ্র থেকে টিকিট পেতে চলেছেন।

[আরও পড়ুন: ভোটের মুখে বাজার থেকে উধাও ২০০০ টাকার নোট! কোথায় গেল, কী সন্দেহ বিশ্লেষকদের][আরও পড়ুন: ভোটের মুখে বাজার থেকে উধাও ২০০০ টাকার নোট! কোথায় গেল, কী সন্দেহ বিশ্লেষকদের]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Poonam Sinha to contest against Rajnath in Lucknow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X