For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এএসআই-এর নির্দেশকে বুড়ো আঙুল! এবার 'তেজো মহল'-এর ভিতরে পুজো-আরতি

তাজমহলের মধ্যে এবার পুজো। রবিবার রাষ্ট্রীয় বজরং দলের মহিলা শাখার কর্মীরা গঙ্গা জল ছিটিয়ে আরতি করেন।

  • |
Google Oneindia Bengali News

তাজমহলের মধ্যে এবার পুজো। রবিবার রাষ্ট্রীয় বজরং দলের মহিলা শাখার কর্মীরা গঙ্গা জল ছিটিয়ে আরতি করেন। তাঁদের অভিযোগ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ অমান্য করে শুক্রবার ইউনেস্কোর হেরিটেজ সাইটের মধ্যে ঢুকে নমাজ পড়া হচ্ছে।

এএসআই-এর নির্দেশকে বুড়ো আঙুল! এবার তেজো মহল-এর ভিতরে পুজো-আরতি

রাষ্ট্রীয় বজরং দলের মহিলা শাখার জেলা সভাপতি মীনা দিবাকর সংবাদ মাধ্যমকে বলেন, তাদের সংগঠন তাজমহলের মধ্যে ঢুকে গঙ্গা জল দিয়ে আরতি করার কাজ চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত অন্য কেউ এএসআই-এর নির্দেশ অমান্য করবে, ততদিন পর্যন্ত তারা এই কাজ চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। প্রশাসনিক কর্তৃপক্ষ তাদের কাজে বাধা দেবেন না বলেই দাবি করেছেন তিনি।

এই নেত্রীর দাবি, কর্তৃপক্ষের উচিত আগে অন্যপক্ষকে থামানো। রবিবার তারা তেজো মহলে পুজো করেছেন বলে দাবি করেছেন। গঙ্গা জল ছিটিয়ে সেটিকে পবিত্রও করা হয়েছে। নমাজ পড়ে কেউ কেউ তাজমহলকে অপবিত্র করেন বলে অভিযোগ করেছেন ওই নেত্রী।

কর্তপৃক্ষের তরফে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানিয়েছেন ওই নেত্রী। তবে তাতে কোনও অসুবিধা নেই। যদি কেউ কোরান নিয়ে গিয়ে ঐতিহাসিক স্থানের মধ্যে নমাজ পড়তে পারেন, তাহলে সেখানে পুজোতে বাধা কোথায়? প্রশ্ন করেছেন ওই নেত্রী। তারা শান্তিপূর্ণভাবেই সব কাজ করছেন বলে দাবি করেছেন ওই নেত্রী।

তবে তাজমহলের নিরপত্তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হলেও, কী ভাবে ফাঁক গলে দেশলাই কিংবা আগুনের উৎস নিয়ে সেখানে প্রবেশের ঘটনা ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

English summary
'Pooja' in Taj mahal in protest against 'namaz' by Rashtriya Bajrang Dal's Women wing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X