For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ভারী বৃষ্টিতে কেরলে ব্যাহত উপনির্বাচন

‌ভারী বৃষ্টিতে কেরলে ব্যাহত উপনির্বাচন

Google Oneindia Bengali News

মহারাষ্ট্র–হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পাশাপাশি কেরলে চলছে বিধানসভার উপনির্বাচন। কিন্তু সোমবার থেকে কেরলেন বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জেরে এরনাকুলামে ভোট গ্রহণ পদ্ধতি ব্যহত হয়। আবহাওয়া দফতর থেকে প্রবল বৃষ্টিপাতে সঙ্গে ১২টি জেলায় অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে।

‌ভারী বৃষ্টিতে কেরলে ব্যাহত উপনির্বাচন


নীচু এলাকায় জল জমে যাওয়ার কারণে ট্রেন ও অন্য যান চলাচলও বন্ধ রয়েছে। রাজ্য সরকার কোল্লাম, আলাপ্পুঝা, এরনাকুলাম এবং পাঠানামিঠিট্টাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করেছে। যাতে তারা ভারা বৃষ্টিপাতের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরলবাসীর উদ্দেশ্যে বলেন, '‌প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য সবাই প্রস্তুত থাকুন। রাজ্যের অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা খুব কাছ থেকে পরিস্থিতি খতিয়ে দেখছি।

স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আশ্রয় বা উদ্ধারের নির্দেশগুলিকে শুনুন। যদি বাড়ি ছাড়ার কথা বলা হয়, তবে দ্রুত তাই করুন।’‌ কেরলে উপনির্বাচনের সময় ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরনাকুলাম এ কোন্নি কেন্দ্র। সোমবার সকাল ন’‌টা পর্যন্ত এই দুই কেন্দ্রে ভোটের হার ছিল ৪.‌৯ এবং ১১.৫ শতাংশ। অন্য তিন কেন্দ্র বাটিয়োকাভুতে ১১.‌৫ শতাংশ, আরুরে ১২.‌৮ শতাংশ এবং মাঞ্জেস্বরামে ভোট পড়েছে ১৬.৫ শতাংশ সকাল ন’‌টা পর্যন্ত।

কেরলের মুখ্য নির্বাচক আধিকারিক টিকা রাম মীনা বলেন, '‌এরনাকুলামের বিধানসভা কেন্দ্রে বেশ পোলিং স্টেশন নীচ থেকে প্রথম তলে স্থানান্তর করে দেওয়া হয়েছে। পুলিশ সহ ৫০০ জন সরকারি কর্মী সব ধরনের বন্দোবস্ত করছে। আমরা জেলা কালেক্টরের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। কিছু কিছু জায়গায় ভোটারদের ভোট দেওয়ার জন্য গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। যদি দরকার পড়ে পোলিংয়ের সময় বাড়িয়ে দেওয়া হবে।’‌ তবে ভারী বৃষ্টিপাত সত্ত্বেও মানুষ বৃষ্টিকে অগ্রাহ্য করে নিজেদের ভোট দিতে এসেছেন। ভারী বৃষ্টির জন্য রেল লাইনে জল জমে যাওয়ার কারণে এরনাকুলামে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ট্রেনের রুট বদল করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ রেল বিভাগ।

English summary
Chief Minister Pinarayi Vijayan asked people to exercise caution, saying: Prepare for more downpours. Heavy rain has increased across most parts of the State
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X