For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক রাজনৈতিক দলের জ্বর এসেছিল রাতে', জানেন কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী

ভারতীয়রা ভ্যাকসিন নেওয়ায় রাজনৈতিক দলের পার্শ্বপ্রতিক্রিয়া হল। এর পিছনে কি কোনও যুক্তি আছে? এক বিরোধীদের কটাক্ষ করে এক স্বাস্থ্যকর্মীকে এমনই প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার ছিল প্রধানমন্ত্রীর ৭১

  • |
Google Oneindia Bengali News

ভারতীয়রা ভ্যাকসিন নেওয়ায় রাজনৈতিক দলের পার্শ্বপ্রতিক্রিয়া হল। এর পিছনে কি কোনও যুক্তি আছে? এক বিরোধীদের কটাক্ষ করে এক স্বাস্থ্যকর্মীকে এমনই প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার ছিল প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন। আর এই দিনের বিশ্বে নজির গড়ে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিন বিতরণ করেছে ভারত।

একদিনে টিকা পেয়েছেন আড়াই কোটি মানুষ। আর আজ শনিবার এই ভাষায় কটাক্ষ করলেন মোদী।

কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী

আজ শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে গোয়ার এক স্বাস্থ্যকর্মীকে ওই প্রশ্ন করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমি শুনেছি ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু এই প্রথমবার দেখলাম ভারতে রেকর্ড পরিমাণ টিকাকরণের পর এক রাজনৈতিক দলের জ্বর এসেছিল গতকাল রাতে। এর পিছনে কি কোনও যুক্তি আছে?'

উত্তরে হেসে ফেলেন ওই স্বাস্থ্যকর্মী। পরে তিনি ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিশদে ব্যাখ্যা করেন। কেন পার্শ্বপ্রতিক্রিয়া তা নিয়ে বিস্তারিত জানান ওই স্বাস্থ্য কর্মী।

প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন গোটা দেশে সবথেকে বেশি ভ্যাকসিনেশন করার কথা জানানো হয়। সেই মতো গত কয়েকদিন ধরেই চলে সেই প্রস্তুতি। কার্যত স্বপ্নকে সত্যি করতে বিজেপিশাসিত রাজ্যগুলিকে এই বিষয়ে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। আর সেই মতো শুক্রবার সকাল থেকে শুরু হয় ভ্যাকসিন দেওয়ার কাজ।

সন্ধ্যায় যে রেকর্ড আসে তাতে দেখা যায় সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। গোটা দেশে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া রেকর্ড ভারতের। প্রায় দুকোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর এতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। কিন্তু এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, ভ্যাকসিন আটকে রাখার অভিযোগ বিরোধীদের।

দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড গড়ার জন্যই সরকার এতদিন টিকা আটকে রেখেছিল। আর সেই কারনে একাধিক রাজ্যে ভ্যাকসিনের আকাল দেখা গিয়েছিল। রাহুল গান্ধীও রেকর্ড টিকাকরণ প্রসঙ্গে বলেন, "এই দিনটা যেন বারবার ফেরত আসে।" আর এই বিষয়ে বিরোধীদের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে গোয়া নজির সৃষ্টি করেছে। সে রাজ্যের সমস্ত মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর এই সাফল্য উদযাপন করতেই আজ সকালে সে রাজ্যের স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তারের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে আলাপচারিতাতে একাধিক বিষয়ে উঠে আসে।

সমস্ত ফ্রন্ট লাইন যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, সকলের প্রচেষ্টাতেই আমরা একদিনে আড়াই কোটি টিকাকরণের রেকর্ড তৈরি করতে পেরেছি। অনেক শক্তিশালী ও সমৃদ্ধ দেশও এই কাজ করতে পারেনি। আর এজন্যে ফের একবার সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

English summary
Political party got fever last night after India makes record in one day vaccination: Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X