For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাধীদের প্রার্থী করতে সমাজসেবার দোহাই দেয় রাজনৈতিক দলগুলি

অপরাধীদের প্রার্থী করতে সমাজসেবার দোহাই দেয় রাজনৈতিক দলগুলি

  • |
Google Oneindia Bengali News

ক্রিমিনাল রেকর্ড আছে এমন ব্যক্তিদের টিকিট দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা হল অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিরা সমাজ সেবা করেন। ভোট-নির্ভর উত্তর প্রদেশের রাজনৈতিক দলগুলি অপরাধের রেকর্ড রয়েছে এরকম বেশকিছু ব্যাক্তিদের প্রার্থী করেছে নির্বাচনে! রাজনৈতিক দলগুলির ব্যাখ্যা একাধিক কারণ রয়েছে এর পেছনে প্রার্থীর জনপ্রিয়তা, সামাজিক ক্রিয়াকলাপ, গ্রহণযোগ্যতা এবং মহামারী চলাকালীন দরিদ্র এবং দুর্বল অংশগুলিকে দেওয়া পরিষেবার কারণেই তাদের টিকিট দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অপরাধীদের প্রার্থী করতে সমাজসেবার দোহাই দেয় রাজনৈতিক দলগুলি

সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে যে অপরাধের রেকর্ড রয়েছে এরকম প্রার্থী দেওয়ার কারণ রাজনৈতিক দলগুলিকে স্পষ্টভাবে বলতে হবে। রাজনৈতিক দলগুলিকে কেন অপরাধপ্রবণ ব্যাকগ্রাউন্ডের একজন প্রার্থীকে অন্যের চেয়ে অগ্রাধিকার দিয়েছে সে সম্পর্কে তথ্য সরবরাহ করতে হবে। এই নির্দেশিকা অনুসরণ করে সমাজবাদী পার্টি এবং বিজেপি নির্বাচন কমিশনের কাছে অপরাধের রেকর্ড রয়েছে এরকম প্রার্থীদের বিশদ বিবরণ নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

আগ্রা (উত্তর) আসনের সমাজবাদী পার্টির দলীয় প্রার্থী জ্ঞানেন্দ্র, তাঁকে টিকিট দেওয়ার ব্যাপারে সমাজবাদী পার্টির বক্তব্য, জ্ঞানেন্দ্র অনেক মানবিক কাজ করেছেন। সপার পক্ষ থেকে এই বিষয়টি ফর্মে উল্লেখ করা হয়েছে৷ সপার দাবি, জ্ঞানেন্দ্র কোভিড মহামারী চলাকালীন দরিদ্র এবং পিছিয়ে পড়া লোকদের জন্য নানা রকমের পরিষেবা প্রদান করেছেন। যদিও নমিনেশন ফর্মে প্রার্থীর অপরাধের প্রকৃতি কলামে জ্ঞানেন্দ্রর জন্য শুধু 'অপরাধী' শব্দটিরই উল্লেখ করেছে সপা।

একইভাবে, মহম্মদ আদিল হলেন মিরাট দক্ষিণের সমাজবাদী পার্টির প্রার্থী। তাঁরও ক্রিমিনাল রেকর্ড রয়েছে৷ আদিলকে টিকিট দেওয়া নিয়ে সপার সাফাই তিনি সর্বদা কম্বল বিতরণের মতো সমাজের উন্নতির জন্য কাজ করেছেন। যে বিধানসভায় তিনি প্রার্থী সেখানে একটি জনপ্রিয় ইমেজ রয়েছে আদিলের। কোভিড মহামারীর সময় তিনি তার এলাকায় অক্সিজেন, বিছানা এবং ওষুধের ব্যবস্থা করেছিলেন, দরিদ্রদের সাহায্যও করেছিলেন।

প্রসঙ্গত, আদিলের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে। ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সপার ২০ টিরও বেশি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেগুলি ঢাকতে বারবার মহামারী চলাকালীন তাদের সমাজসেবার কথা তুলে ধরেছে সমাজবাদী পার্টি৷ তবে শুধু সপা-য় নয় অপারাধী রেকর্ড থাকা একাধিক ব্যক্তিকে প্রার্থী করেছে বিজেপিও।

English summary
political parties claims that their accused candidates are actually do social work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X