দেশের নামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গার্লফ্রেন্ডের জন্য ফাঁস করালেন BSP নেতা! পরিণামে যা জুটল
প্রেম যে অন্ধ, তা নতুন করে বলার কিছু নেই! আর সেই প্রেমের পাঁকে পড়েই এবার অসৎ কাজ করে বসলেন বিএসপির এক নেতা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে এবার উঠে এলো বিএসপি নেতা ফিরোজ আলমের নাম। সেখানে নিজের গার্লফ্রেন্ডের জন্য প্রশ্নপত্র ফাঁস করতে এক অভিনব ফন্দি আঁটেন নেতা। তিনি ক্ষমতা বলে বিশ্ববিদ্য়ালয়ের অস্থায়ী কর্মীদের কাজে লাগিয়ে প্রশ্ন পত্র ফাঁস করিয়ে নেন। আর তা করিয়ে দেওয়ার জন্য ওই কর্মীকে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কাজ হাতিয়ে নেন।
প্রথমবার ওই বিএসপি নেতা একটি ভুয়ো সলভড পেপার দিয়ে গালর্ফ্রেন্ডের মন পাওয়ার চেষ্টা করেন। পরে সেই ভুয়ো সলভ পেপার দেখে নেতার গার্লফ্রেন্ড রেগে যেতেই, প্রেমিকার মন পাওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁসের দিকে এগিয়ে যান ওই বিএসপি নেতা ফিরোজ। এরপরই ঘটনার কথা জানাজানি হয়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রেফতার হন ফিরোজ। গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই অস্থায়ী কর্মীও। তবে যাঁর জন্য এতকিছু , নেতার সেই গার্লফ্রেন্ড আপাতত ফেরার।