For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ হয়ে যাওয়া পলিসি আবার নতুন করে চালানোর সুযোগ দিচ্ছে LIC! সঙ্গে একগুচ্ছ ছাড়ের ঘোষণা

ভারতীয় জীবন বিমা অর্থাৎ LIC তে আমরা অনেকেই বিমা করিয়ে থাকেন। কিন্তু অনেক সময়ে প্রিমিয়াম দেওয়ার সময় ভুলে যাওয়া কিংবা অন্যান্য কারণে বন্ধ হয়ে যায় বিমা।

  • |
Google Oneindia Bengali News

LIC Special Revival Campaign: ভারতীয় জীবন বিমা অর্থাৎ LIC তে আমরা অনেকেই বিমা করিয়ে থাকেন। কিন্তু অনেক সময়ে প্রিমিয়াম দেওয়ার সময় ভুলে যাওয়া কিংবা অন্যান্য কারণে বন্ধ হয়ে যায় বিমা।

তবে এই অবস্থায় গ্রাহকদের জন্যে দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে ভারতীয় জীবন বিমা। এবার দীর্ঘদিন বন্ধ থাকা ব্যক্তিগত বিমা পলিসি একবার নতুন করে চালু করার সুযোগ দিচ্ছে এলআইসি।

খুব সহজে বন্ধ হয়ে থাকা পলিসি চালানোর সুযোগ পাবেন। LIC- এর দাবি পাঁচ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এমন পলিসিও নতুন করে চালানোর সুযোগ পাবেন।

পাঁচ বছর ধরে বন্ধ থাকা পলিসি চালু করার সুযোগ!

পাঁচ বছর ধরে বন্ধ থাকা পলিসি চালু করার সুযোগ!

LIC এর তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হয়েছে এই বিষয়ে। পলিসি হোল্ডারদের জন্যে স্পেশাল রিভাইল ক্যাম্পন (Special Revival Campaign) চালু করতে চলেছে দেশের বৃহত্তম এই বিমা সংস্থা।

আর এই ক্যাম্পনের মাধ্যমে কোনও বিশেষ পলিসিতে যদি পলিসি হোল্ডার শেষ প্রিমিয়াম দিতে ভুলে যান কিংবা কোনও ভাবে যদি সেই পলিসি আটকে যায় তা আবার শুরু করা সম্ভব। প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে ফের একবার এই বিমা চালু করা যাবে।

তবে এর জন্যে LIC এর তরফে বেশ কিছু নতুন নিয়ম কিংবা শর্ত ঘোষণা করা হয়েছে।

শুধু তাই নয়, ভারতীয় জীবন বিমার তরফে জানানো হয়েছে যে পলিসি হোল্ডাররা (LIC Policyholders) এই সুবিধা ২৩ অগস্ট থেকে শুরু করে ২২ অক্টোবর পর্যন্ত পাবেন।

পলিসি হোল্ডারদের লাভ!

পলিসি হোল্ডারদের লাভ!

নিয়ম অনুযায়ী পলিসিটি (LIC Policies) প্রিমিয়াম দেওয়ার শর্ত না মানার জন্যে বন্ধ হয়েছে নাকি পলিসি টার্ম অনুযায়ী বন্ধ হয়েছে! তা খতিয়ে দেখার পরেই এই পলিসি নতুন করে শুরু করা যাবে।

এলআইসি'র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই ক্যাম্পেনের মাধ্যমে পলিসি হোল্ডারদের বেশ কয়েক ধরনের লাভ হবে। তবে কোনও জরুরি কাজের জন্যে বিমার প্রিমিয়াম (LIC Premium) না দিতে পারার কারণে যাদের পলিসি বন্ধ গিয়ে গিয়েছে এই ক্যাম্পনের মাধ্যমে লাভবান হতে পারবেন।

LIC পলিসি হোল্ডারদের দেওয়া মোটা প্রিমিয়ামের বেসের উপর Term Assurance এবং হাই রিস্ক প্ল্যানের বাইরে থাকা বেশ কিচজু পলিসিতে লেট ফাইনের উপর ছাড় দেওয়া হবে।

লেট ফিসে বেশ কিছু ছাড়!

লেট ফিসে বেশ কিছু ছাড়!

LIC -এর তরফে জানানো হয়েছে যে এক লাখ পর্যন্ত বাকি প্রিমিয়ামে পলিসি হোল্ডারকে লেট ফাইনের উপর মোট ২০ শতাংশ ছাড় (Concessions in late fee) দেওয়া হবে। যার মধ্যে সর্বোচ্চ ২ হাজার টাকা, এক লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত যদি প্রিমিয়াম বাকি থাকে তাহলে পলিসি হোল্ডারকে ২৫ শতাংশে লেট ফাইনে ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, এলআইসি মোতাবেক, তিন লাখ টাকার থেকে বেশি যদি প্রিমিয়াম (LIC due Premium) বাকি থাকে তাহলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দে

ওয়া হবে। সর্বোচ্চ তিনহাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে। তবে এলআইসি নতুন করে শুরু করার ক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ প্রয়োজন।

তবে এই বিষয়ে আরও জানার জন্যে অবশ্যই যোগাযোগ করুন স্থানীয় কোনও এলআইসি অফিসে কিংবা কোনও এজেন্টের কাছ থেকেও এই বিষয়ে আরও জানতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
policy holders can now revive lapse LIC policy, LIC launches new campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X