For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা প্রত্যাহারে পর প্রথমবার! জম্মুতে ট্রাক থেকে ঝাঁকে ঝাঁকে গুলি, পাল্টা গুলিতে মৃত ১ জঙ্গি

এবার জম্মুর কাছেই জঙ্গি হামলা। তিন থেকে চার অস্ত্রধারী জঙ্গি জম্মুর নাগরোটা এলাকায় টোল প্লাজায় হামলা চালায়।

  • |
Google Oneindia Bengali News

এবার জম্মুর কাছেই জঙ্গি হামলা। তিন থেকে চার অস্ত্রধারী জঙ্গি জম্মুর নাগরোটা এলাকায় টোল প্লাজায় হামলা চালায়। এই ঘটনায় এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জঙ্গিরা একটি ট্রাকে ছিল বলেও জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ জঙ্গির মৃত্যু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উধমপুর এলাকায় স্কুল ও কলেজ বন্ধ করার কছা ঘোষণা করা হয়েছে।

জম্মুতে জঙ্গি হামলা

জম্মুতে জঙ্গি হামলা

সিআরপিএফ-এর মুখপত্র শিবনন্দন জানিয়েছেন, ভোর ৫ টা নাগাদ ৩ থেকে ৪ জঙ্গি বন টোল প্লাজায় গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে বলে জানিয়েছেন তিনি। সিআরপিএফ-এর মুখপত্র আরও জানিয়েছেন, টোল প্লাজায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যুগ্ম বাহিনী রয়েছে।

সিআরপিএফ মুখপত্র আরও জানিয়েছেন, এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার হামলা

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার হামলা

সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর এটাই জম্মুতে প্রথম জঙ্গি হানা। গতবছরের ৫ অগাস্ট ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল।

২০১৬-তে হয়েছিল হামলা

২০১৬-তে হয়েছিল হামলা

নাগরোটা এলাকায় ভারতীয় সেনার ক্যানটনমেন্ট রয়েছে। যেখানে ২০১৬-র নভেম্বরে পুলিশের পোশাকে জঙ্গি হামলায় ২ অফিসার সহ সাত সেনার মৃত্যু হয়েছিল।

English summary
Policeman sustain injuries after three to four terrorist opened fire in Nagrota in Jammu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X