For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মাওবাদী নাশকতা! গডচিরোলীতে বিস্ফোরণে উড়ল গাড়ি, মৃত্যু ১৬ পুলিশকর্মীর

মহারাষ্ট্রের গডচিরোলীতে মাওবাদী নাশকতা। পুলিশের গাড়ি টার্গেট করে হওয়া আইইডি বিস্ফোরণে ১০ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানি গিয়েছে। অপর একটি সূত্রের খবর, ১৫ কমান্ডোর মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের গডচিরোলীতে মাওবাদী নাশকতা। পুলিশের গাড়ি টার্গেট করে হওয়া আইইডি বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন কমান্ডো ও একজন গাড়ির চালক রয়েছেন। ১১ এপ্রিল প্রথম দফায় ভোটের দিন গডচিরোলীতে বুথের কাছে আইইডি বিস্ফোরণ হয়েছিল। তার একদিন আগে অপর বিস্ফোরণে সিআরপিএফ-এর এক জওয়ান গুরুতর আহত হয়েছিলেন।

ফের মাওবাদী নাশকতা! গডচিরোলীতে বিস্ফোরণে উড়ল পুলিশের গাড়ি

সূত্রের খবর অনুযায়ী, ৬০ জন কমান্ডোকে নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। জামুরখেদার কুরখেদায় আইইডি বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। এই ষাটজনের সবাইকেই স্থানীয় ভিত্তিতে নির্বাচিত করে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পরে দুপক্ষের গুলি বিনিময় হয় বলে জানা গিয়েছে।

এদিন দিনের শুরুতে মাওবাদীরা মহারাষ্ট্রের গড়চিরোলীর কুরখেদায় রাস্তা তৈরির কাজে থাকা ২৭ টি মেশিন ও গাড়িতে আগুন লাগিয়ে দেয়। মাওবাদী হামলার দুটি ঘটনা এমন দিনে ঘটল, যেদিন মহারাষ্ট্র তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে। গত বছরের ২২ এপ্রিল নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪০ মাওবাদীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে সপ্তাহ ব্যাপী কর্মসূচি নিয়েছে মাওবাদীরা।

ডিজি কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র পুলিশের ১৫ জন জওয়ানকে নিয়ে যাওয়া গাড়িতে হামলা চালানো হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, স্থানীয় ইউনিটের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না।

এলাকায় বড় সংখ্যায় মাওবাদীরা জড়ো হয়েছে বলে সূত্রের খবর। বিস্ফোরণের সময় এলাকায় কমপক্ষে ২০০ মাওবাদী উপস্থিত ছিল বলে জানা গিয়েছে।

English summary
Police vehicle blown up in an ied explosion by Maoists in Maharashtra's Gadchiroli several died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X