নিজামউদ্দিন কাণ্ডে বেপাত্তা মার্কজের প্রধান মৌলানা সাদ, হন্যে হয়ে খুঁজছে পুলিস
ঘটনা প্রকাশ্যে আসার পরেই মার্কজ প্রধান মৌলনা সাদ। তাঁর সন্ধানে এখন হন্যে পুলিস। তাবলিঘি জামাতের হেডকোয়ার্টার মার্কজ নিজামউদ্দিনেই আশ্রয় নিয়েছিলেন ২০০০-র বেশি বিদেশি অতিথি। লকডাউন জারির পরেও সেখানে অনাগোনা অব্যহত ছিল। তাতে অনুমতি ছিল মার্কজ প্রধান মৌলনা সাদের। এফআইআরে তার নাম ওঠার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না।

বেপাত্তা মার্কজ প্রধান
নিজামউদ্দিনে সরকারের নির্দেশ অমান্য করেই ভিড় বাড়িয়েছিলেন উদ্যোক্তারা। এমনকী বিদেশি অতিথিরা সেখানে দিনের পর িদন থেকেছেন সেই তথ্যও গোপন করা হয়েছে। এমনই অভিযোগ করেছে মার্কজের প্রধানের বিরুদ্ধ। এই পরিস্থিতিতে সরকারের নির্দেশ অমান্য করায় মহামারী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা মার্কজ প্রধান মৌলনা সাদ। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিস।

৬ জনের নামে এফআইআর
নিজামউদ্দিনের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এফআইআরে। মার্কজ প্রধান মৌলনা সাদ, ডঃ জিশান, মুফতি শেহজাদ, মহম্মদ সইফি, মহম্মদ সলমান এবং মহম্মদ আশরফ। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ভিঁড়ে ঠাসা ছিল এই ধর্মসভা। সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার সহ একাধিক দেশের প্রতিনিধিরা এসেছিলেন। সেখান থেকেই সংক্রমণ ছড়ােত শুরু করে। এই সভাতে যোগ দেওয়ার পরেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০ জন।

উদ্বেগ বাড়ছে দিল্লি
ইতিমধ্যে নিজামউদ্দিনে ৩৩০ জনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্যান্য রাজ্যেও অংশগ্রহনকারীদের খোঁজ শুরু হয়ে গিয়েছে। উত্তর প্রদেশে ৯৫ শতাংশ ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিেছ যোগী সরকার। অন্যদিকে পশ্চিমবঙ্গেও চিহ্নিত করা হয়েছে। কেরল, কর্নাটকও একই কাজ শুরু করেছে।

করোনা মহামারীর মাঝেই দিল্লিতে হতে পারে জঙ্গি হামলা! জনমানবহীন রাস্তায় টার্গেট কে?