For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক-আধটা নয়, ৫ জোড়া কাটা হাত উদ্ধারে আতঙ্ক গ্রামে! রহস্যভেদে ঘুম ছুটেছে পুলিশের

মৃতদেহ নেই, মিলল শুধু কাটা হাত। সারি সারি সাজানো। দুষ্কৃতীদের সন্ধান করতে গিয়ে কাটা হাত উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা কী কোনও অলৌকিক ঘটনা!

  • |
Google Oneindia Bengali News

মৃতদেহ নেই, মিলল শুধু কাটা হাত। সারি সারি সাজানো। দুষ্কৃতীদের সন্ধান করতে গিয়ে কাটা হাত উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা কী কোনও অলৌকিক ঘটনা! নাকি এর পিছনে রয়েছে কোনও সন্ত্রাসের কাহিনি। কাটা হাতগুলির রহস্যভেদ করতে ঘুম ছুটেছে পুলিশের। ওড়িশার কলিঙ্গনগরের জাজপুরে এখন গ্রাস করেছে কাটা হাতের আতঙ্ক।

এক-আধটা নয়, ১০-১০টা কাটা হাত উদ্ধার! আতঙ্ক গ্রামে, রহস্যভেদে ঘুম ছুটেছে পুলিশের

এক আধটা নয়, পাঁচ জোড়া কাটা হাত উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত বাড়ি সংলগ্ন এলাকা থেকে। ১০টি হাত কাঁচের জারের মধ্যে, তা পোতা ছিল মাটিতে। কী করে এল ওই হাত? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। আগে জেনে নেওয়া যাক, এই পাঁচ জোড়া কাটা হাতের সন্ধান মিলল কীভাবে।

শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী চুরি করার উদ্দেশ্য এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ তাদের ধাওয়া করে। সেইসময় গা ঢাকা দিতে তাঁরা পরিত্যক্ত একটি ক্লাব ঘরে আশ্রয় নেয়। পুলিশ দুষ্কৃতীদের পাকড়াও করতে গিয়ে খোঁজ পায় কাটা হাত গুলির। পুলিশের ধারণা, ওই ক্লাব ঘরে কাটা হাত গুলি রাখা ছিল।

কাঁচের জারের মধ্যে থাকা কাটা হাত নিয়ে ওই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। কয়েকটি সেই সময় তাঁরা মাটিতে পুতে দেয়। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়লে তারা পালিয়ে যায়। হাতের সন্ধান পেয়ে মোট ১০টি হাত উদ্ধার করে পুলিশ। কাটা হাতগুলি কারা, কোথা থেকে এল তার তদন্ত শুরু হয়। এলাকায় কাটা হাত নিয়ে ভীতির পাশাপাশি গুঞ্জন শুরু হয়ে যায়।

[আরও পড়ুন:রাতে শুতে যাবেন- কী যেন নড়ে উঠল কোণে! পেল্লাই জন্তুকে দেখে আত্মারাম খাঁচা][আরও পড়ুন:রাতে শুতে যাবেন- কী যেন নড়ে উঠল কোণে! পেল্লাই জন্তুকে দেখে আত্মারাম খাঁচা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে ২০০৬ সালের জাজপুর এলাকায় বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে ১৩ জন আদিবাসীর মৃত্যু হয়েছিল। সেই দেহগুলির মধ্যে পাঁচজনের দেহ শনাক্ত করতে চায়নি পরিবার। তখন পাঁচজনের হাত সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেহ সৎকার করে দেওয়া হয়।

[আরও পড়ুন: মোদী বিরোধিতায় একজোট হওয়ার সময় এসেছে, মমতা-চন্দ্রবাবু দিলেন একতার বার্তা][আরও পড়ুন: মোদী বিরোধিতায় একজোট হওয়ার সময় এসেছে, মমতা-চন্দ্রবাবু দিলেন একতার বার্তা]

আঙুলের ছাপ নিয়ে যাতে তাদের নাগরিকত্বের প্রমাণ করা যায়, তার জন্যই এই ব্যবস্থা। এরপর হাতগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল, তা ওই ক্লাব ঘরে রেখে দেওয়া হতে পারে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন:সমকাম নিয়ে উপন্যাস লেখায় মহিলা লেখকের ১০ বছরের জেল ][আরও পড়ুন:সমকাম নিয়ে উপন্যাস লেখায় মহিলা লেখকের ১০ বছরের জেল ]

English summary
Police recovers 10 cut hands from Kalinganagar of Odisha. The mystery and fear have spread there. Police tries to solve this mystery,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X