For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজিরা এড়িয়েছেন জ্ঞানবন্ত সিং, দিল্লিতে ইডির দফতরে হাজিরা কোটেশ্বর রাওয়ের

হাজিরা এড়িয়েছেন জ্ঞানবন্ত সিং, দিল্লিতে ইডির দফতরে হাজিরা কোটেশ্বর রাওয়ের

Google Oneindia Bengali News

কয়লা পাচার কাণ্ডে এবার ইডির স্ক্যানারে রাজ্যের পুলিশ অফিসার এবং আমলারা। আজ ইডির দফতরে হাজিরা দিলেন কোটেশ্বর রাও। গতকাল যদিও হাজিরা এড়িয়েছিলেন জ্ঞানবন্ত সিং। মমতা ঘনিষ্ঠ আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং। তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। পরের দিন শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ জৈন সহ একাধিক অফিসারকে ইডি তলব করেছে।

ইডি হাজিরা কোটেশ্বর রাওয়ের

ইডি হাজিরা কোটেশ্বর রাওয়ের

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের পুলিশ অফিসার থেকে আমলা সকলেই রয়েছেন ইডির স্ক্যানারে। পুলিশ অফিসার এবং প্রশাসনিক আধিকারীকদের নজর এড়িয়ে কীভাবে কয়লা পাচার তা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। রাজ্যের ৮ পুলিশ অফিসার এবং আমলাকে তলব করেছিল ইডি। গতকাল জ্ঞানবন্ত সিংয়ের হাজিরা দয়ার কথা ছিল দিল্লিতে ইডির দফতরে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। মঙ্গলবার কোটেশ্বর রাও হাজিরা দিয়েছেন। তাঁকে জেরা করা হতে পারে বলা হয়েছে।

কোন প্রশ্ন কোটেশ্বর রাওকে

কোন প্রশ্ন কোটেশ্বর রাওকে

কোটেশ্বর রাওকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করতে পারে ইডি। প্রথমেই প্রশ্ন করা হতে পারে তিিন যখন আসানসোল, দুর্গাপুর, বার্ণপুর এলাকায় দায়িত্বে ছিলেন তিিন। তখন কীভাবে তাঁর চোখের সামনে দিয়ে কয়লা পাচার হত? তিনি জানতেন না, নাকি জানলেও কোনো কিছু করার উপায় ছিল না। কোনো প্রভাবশালীর িনর্দেশেই কি চলত কয়লা পাচার? এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন তিনি। তবে কতক্ষণ তাঁকে ইডি জেরার মুখে পড়তে হবে তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।

হাজিরা এড়িয়েছেন জ্ঞানবন্ত সিং

হাজিরা এড়িয়েছেন জ্ঞানবন্ত সিং

হাজিরা এড়িয়েছেন মমতা ঘনিষ্ঠ আইপিএস জ্ঞানবন্ত সিং। হঠাৎ করে ইডি হাজিরা এড়ানো জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর যে সময় আসানসোল, দুর্গাপুর খনি এলাকা দিয়ে কয়লা পাচার হত সেই সময় সেখানকার দায়িত্বে ছিলেন জ্ঞানবন্ত সিং। ইচ্ছে করেই কি তিনি ইডি হাজিরা এড়িয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা ঘণিষ্ঠ বলেই কি ইডি হাজিরা এড়ানোর সাহস দেখিয়েছেন তিিন। বাকিরা কী করবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কাল হাজিরা অনুব্রতর

কাল হাজিরা অনুব্রতর

আগামীকাল হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। তাঁকে আদালতে পেশ করা হবে। তার আগে তৎপরতা শুরু করেছে ইডি এবং সিবিআই দুই তরফই। গরু পাচার কাণ্ডের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে তৎপর। অনুব্রত বিরুদ্ধে প্রমাণ শক্ত করতে মঙ্গলবার সিবিআই অফিসাররা হাজির হয়েছিলেন বোলপুরের রেজিস্ট্রি অফিসে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানে তাঁরা জমির দাগ নম্বর খতিয়ে দেখে কেষ্টর বেনামি সম্পত্তির হদিশ পেতে চাইছেন।

৫ কোটি টাকার বিনিময়ে আপ বিধায়কদের বিজেপিতে যোগদানের প্রস্তাব, অভিযোগ আম আদমি পার্টির মুখপাত্রের৫ কোটি টাকার বিনিময়ে আপ বিধায়কদের বিজেপিতে যোগদানের প্রস্তাব, অভিযোগ আম আদমি পার্টির মুখপাত্রের

English summary
Koteswar Rao reached ED office at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X