
বেঙ্গালুরু হিংসায় জনতাকে উস্কানি, চার্জশিটে ২ কংগ্রেস নেতার নাম দিল পুলিস
করোনা আবহের মধ্যেই বেঙ্গালুরুতে হিংসা ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্তের পর চার্জশিট দিল পুলিস। তাতে দুই কংগ্রেস নেতার নাম উল্লেখ করা হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে এই দুই কংগ্রেস নেতা হিংসা ছড়ানোর জন্য প্ররোচনা দিয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

১১ অগাস্ট বেঙ্গালুরুতে যে িহংসা হয়েছিল তাতে প্রত্যক্ষ মদত ছিল দুই কংগ্রেস নেতার। প্রাক্তন কংগ্রেস মেয়র আর সম্পত রাজ এবং ডিজে হালির নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এছাড়াও কংগ্রেস নেতা ঘনিষ্ঠ আবদুল রকিম জাকিরের নামও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। বুধবার ৮৫০ পাতার চার্জশিট আদালতে পেশ করেছে বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ।
ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা জানিয়েছেন, ডিজে হালি এবং সম্পত রাজ হিংসা ছড়াতে পারে আগে থেকেই জানত। কিন্তু তার পরেও তাঁরা পুলিসকে কিছু জানাননি। এর আগে েই ঘটনায় রাজ এবং জাকিরকে জেরা করেছে পুলিস। কিন্তু তাঁদের গ্রেফতার করা হয়নি।
সম্পত রাজের ব্যক্তিগত সহযোগী অরুণ কুমার এবং জাকির হিংসায় প্ররোচনা দিয়েছিল বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন অরুণ কুমারের ফোন ব্যবহার করে রাজ উস্কানি দিয়েছিলেন হিংসায়। তারপরেই কংগ্রেস কর্মীরা বিধায়ক শ্রীনিবাসের বাড়িতে হামলা চালায়।