For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউ-র ছাত্রদের উপর লাঠিচার্জ পুলিসের, ফের উত্তেজনা দিল্লিতে

হামলার প্রতিবাদে আজ রাষ্ট্রপতি ভবন অভিযান শুরু করেছে জেএনইউ-র ছাত্ররা। মাঝ পথেই সেই অভিযান আটকে দেয় পুলিস।

Google Oneindia Bengali News

হামলার প্রতিবাদে আজ রাষ্ট্রপতি ভবন অভিযান শুরু করেছে জেএনইউ-র ছাত্ররা। মাঝ পথেই সেই অভিযান আটকে দেয় পুলিস। ছাত্রদের ফেরাতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। জেএনইউ-র ছাত্রসংগঠনের সভানেত্রী ঐশী এবং ছাত্র প্রতিনিধির সঙ্গে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের বৈঠকের পরই উত্তেজনা দেখা দেয়। বৈঠক থেকে বেরিয়ে এসে ঐশী জানান সন্তোষজনক হয়নি আলোচনা। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিসের লাঠিচার্জ

পুলিসের লাঠিচার্জ

জেএনইউ ছাত্রদের রাষ্ট্রপতি ভবন অভিযান আটকাতে লাঠিচার্জ করল পুলিস। যার জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দিল্লিতে। ঐশীর সঙ্গে আজ বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। বৈঠক সন্তোষজনক হয়নি বলে ঐশী ঘোষণা করার পরেই উত্তেজনা বেড়ে যায়। ঐশী জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক উপাচার্যকে সরানোর বিষয়ে এখনও সঠিক কোনও সিদ্ধান্ত নিয়ে পারেনি। উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। বেশ কয়েকজন ছাত্রকে আটক করেছে পুলিস।

ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি

ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি

জেএনইউ বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের হামলার ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে িবশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কীভাবে আরও বাড়ানো যায় সেবিষয়েও আলোচনা করা হবে। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির সংখ্যা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।

জেএনইউ-র ঘটনায় বামেদের যোগ

জেএনইউ-র ঘটনায় বামেদের যোগ

জেএনইউ-র ছাত্র সংঘর্ষের ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। এদিকে এই ঘটনায় এবিভিপির যোগ রয়েছে বলে অভিযোগ ছাত্র সংগঠনের। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন।

English summary
Police Lathichage on JNU students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X