For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে গায়ক সিধু খুনে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, সিসিিটভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

পাঞ্জাবে গায়ক সিধু খুনে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, সিসিিটভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Google Oneindia Bengali News

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওলা খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। সিসিটিভি ফুেটজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে গুলি করার আগে আততায়ীরা সিধুর গাড়ি ফলো করছিল এবং সিধুর গাড়িকে বেশ কয়েকবার ধাক্কা মেরেছিল। তারপরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই তাঁর নিরাপত্তা কমিয়েছিল পাঞ্জাব সরকার।

গায়ক খুন পাঞ্জাবে

গায়ক খুন পাঞ্জাবে

গতকাল একেবারে রাস্তার উপরে গুলি করে খুন করা হয় পাঞ্জাবের জনপ্রিয় গায়ক এবং কংগ্রেসের সদস্য সিধু মুসেওয়ালাকে। পাঞ্জাবের মানসা জেলায় রাস্তার উপরেই তাঁকে গুলি করে আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতােল নিয়ে গেলে িচকিৎসকরা জানান তিনি মারা গিয়েছেন। তার একদিন আগেই পাঞ্জাব সরকার তাঁর উপর থেকে নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। গতবছর ডিসেম্বরেই তিনি কংগ্রেসের যোগ দেন। তারপর থেকেই তাঁর নাকি প্রাণ নাশের আশঙ্কা ছিল। কংগ্রেস সরকার সেসময় তাঁকে বিশেষ নিরাপত্তা দিয়েছিল।

সিসিটিভি ফুটেেজ চাঞ্চ্যকর তথ্য

সিসিটিভি ফুটেেজ চাঞ্চ্যকর তথ্য

হত্যাকাণ্ডের ঘটনার পরেই পাঞ্জাবের ভগবত মান সরকার সিট গঠন করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুিলশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে খুন করার আগে আততায়ীরা ধাওয়া করেছিল সিধুর গাড়ি। এমনকী সিধুর গাড়িতে বেশ কয়েরবার ধাক্কাও দেওয়া হয়। তারপরেই গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতােল নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট আগে থেকে খবর ছিল আততায়ীদের কাছে যে কোন রাস্তা দিয়ে যাবে গায়কের গাড়ি।

গ্যাং ওয়ারের জেরে খুন

গ্যাং ওয়ারের জেরে খুন

গ্যাং ওয়ারের কারণেই খুন হয়েছেন পাঞ্জাবের সঙ্গীত শিল্পী প্রাথমিক তদন্তে এমনই জানতে পরছ পুিলশ। পাঞ্জাব পুলিশর ডিজি ভিকে ভওয়ার জানিয়েছেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন সিধু। তারাই রয়েছে এই হত্যাকাণ্ডের নেপথ্যে। তিন সদস্যের সিট ঘটনার তদন্ত শুরু করেছে। েয দুটি গাড়ি দেখা গিয়েছে সিসিটিভিতে সেগুলির নম্বর খতিয়ে দেখে তল্লাশি শুরু করতে শুরু করেছে পুলিশ।

রাজ্যপালের কাছে নালিশ ঠুকবে কংগ্রেস

রাজ্যপালের কাছে নালিশ ঠুকবে কংগ্রেস

রাজ্যপালের কাছে এই নিয়ে দেখা করতে চলেছে কংগ্রেস। মান সরকারের বিরুদ্ধে সেখানে নািলশ করবেন তাঁরা। অমরিন্দর সিং সহ কংগ্রেসের একাধিক নেতা এর প্রতিবাদে সরব হয়েছেন। মান সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। এভাবে হঠাৎ করে নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া ঠিক হয়নি বলে অভিযোগ। পাঞ্জাবের আইন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

হামলার আগে সিধুর গাড়িকে ধাওয়া করছিল আততায়ীরা, ধরা পড়ল সিসি ক্যামেরায়হামলার আগে সিধুর গাড়িকে ধাওয়া করছিল আততায়ীরা, ধরা পড়ল সিসি ক্যামেরায়

English summary
Punjab Singer Murder case investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X