For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলন্দশহর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! ৪৮ ঘন্টা পরেও খোঁজ নেই প্রধান অভিযুক্তের

ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ নেই বুলন্দশহরের অশান্তির ঘটনায় প্রধান অভিযুক্ত যোগেশ রাজের।

  • |
Google Oneindia Bengali News

ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ নেই বুলন্দশহরের অশান্তির ঘটনায় প্রধান অভিযুক্ত যোগেশ রাজের। তবে সোমবার পুলিশ অফিসার-সহ দুজনের খুনের ঘটনায়
চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ অফিসার ও যুবককের মৃত্যু হয়েছে একই রিভলবার থেকে করা গুলিতে। কিন্তু তা কী ভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বুলন্দশহর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! ৪৮ ঘন্টা পরেও খোঁজ নেই প্রধান অভিযুক্তের

দুজনের মৃত্যু কিভাবে একই আগ্নেয়াস্ত্রে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত করছে। গুলি কার আগে লেগেছিল পুলিশ অফিসার নাকি
স্থানীয় যুবক সুমিতের, সেই রহস্যের সন্ধান করছে পুলিশ।

বুলন্দশহর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! ৪৮ ঘন্টা পরেও খোঁজ নেই প্রধান অভিযুক্তের

পুলিশের দাবি, প্রধান অভিযুক্ত যোগেশ রাজকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে।

সূত্রের খবর অনুযায়ী, ইনস্পেক্টরের রিভলবারেরও কোনও সন্ধান নেই। তারও সন্ধান করছে পুলিশ। ০.৩২ বোরের রিভলবার থেকে গুলি চলে। ইনস্পেক্টরের কাছ থেকে রিভলবার ছিনিয়ে নিয়েই দুজনের ওপর গুলি চালানো হয়েছিল কিনা, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ।

English summary
Police Inspector and a general people in Bulandshahr died bullet from same pistal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X