For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপনীয়তা রক্ষার বালাই নেই, কাশ্মীরে আরোগ্য সেতু অ্যাপের তথ্য দেওয়া হয়েছিল পুলিশকে!

Google Oneindia Bengali News

আরোগ্য সেতু অ্যাপে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার কথা থাকলেও জম্মু ও কাশ্মীরে নিজেদের আইনকে নিজেই বুড়ো আঙুল দেখাল সরকার। একটি আরটিআই-এর প্রেক্ষিতে জানা গিয়েছে যে আরোগ্য সেতু অ্যাপের তথ্য কাশ্মীরের কুলগাওঁ পুলিশকে দিয়েছে প্রশাসন। এর আগে আরোগ্য সেতু অ্যাপের স্বচ্ছতা প্রসঙ্গে এটিকে পাঁচের মধ্যে এক দিয়েছইল এমআইটির গবেষকরা। এখনও পর্যন্ত এই অ্যাপটি ১৭২ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন।

কাশ্মীরে আরোগ্য সেতু অ্যাপের তথ্য দেওয়া হয়েছিল পুলিশকে!

এই সংক্রান্ত আরটিআই করেছিলেন সৌরভ দাস নামক এক সমাজসেবক। এর আগে আরোগ্য সেতু অ্যাপ কে তৈরি করেছে? সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হতেই জবাব দিল কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, রেকর্ড সময়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে স্বচ্ছভাবে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ২১ দিনের মধ্যে আরোগ্য সেতু অ্যাপ তৈরি করা হয়েছে। প্যানডেমিক পরিস্থিতিতে রোগীদের ট্র্যাক করার জন্য এই অ্যাপটি তৈরি করা হয়। এটি সম্পূর্ণ ভারতীয় অ্যাপ। যা সুরক্ষিত। আরোগ্য সেতু এবং ভারতে কোরোনা নিয়ন্ত্রণে এর ভূমিকা নিয়ে কোনও রকম সন্দেহ থাকা উচিত নয়।

আরোগ্য সেতু-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই অ্যাপটি তৈরি করেছে। কিন্তু আরোগ্য সেতু নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে কে এই অ্যাপ তৈরি করেছে তা জানতে চেয়ে আরটিআই ফাইল হয়েছিল। সেই আরটিআই-এর জবাবে এনআইসি বলে, অ্যাপটি কারা তৈরি করেছে সে সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। অন্যদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ওই আরটিআই ন্যাশনাল ই-গর্ভন্যান্স বিভাগে পাঠায়। এই বিভাগও জানায়, তাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই।

English summary
Police in Kulgam of Jammu and Kahsmir got details from Arogya Setu App, says RTI reply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X