For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউ-র আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে এফআইআর পুলিসের

গত কয়েকদিন ধরেউ মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেএনইউ। গতকাল ছাত্ররা সংসদ অভিযানের ডাক দিেল পুলিস মিছিল আটকায়।

Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেউ মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেএনইউ। গতকাল ছাত্ররা সংসদ অভিযানের ডাক দিেল পুলিস মিছিল আটকায়। তাই নিয়ে ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিসের। এই নিয়ে আজ আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস।

জেএনইউ-র আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে এফআইআর পুলিসের

দিল্লির কিষাণ গড় থানায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ( জনগণ এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া), ৩৫৩ ( সরকারি কর্মীদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া)গতকাল জেএনইউ-র ছাত্রদের সংসদ অভিযানে বাধা দেয় পুলিস। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এই নিয়ে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্রদের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

সফদরজংয়ের সমাধিস্থলে বাইরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্রদের। অভিযোগ পুলিস তাদের উপর লাঠি চার্জ করে। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকরাও। যদিও সেই ঘটনায় ৩০ জন পুলিসকর্মী এবং ১৫ জন ছাত্র আহত হয়েছেন।

English summary
police FIR against protesting students of JNU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X