For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইরাল হওয়া দিল্লির ‘‌বয়েসলকাররুম’‌ গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

ভাইরাল হওয়া দিল্লির ‘‌বয়েসলকাররুম’‌ গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Google Oneindia Bengali News

কিছুদিন আগেই নির্ভয়া গণধর্ষণের চার অভিযুক্তকে ফাঁসি দেওয়া হল। কিন্তু তাও ধর্ষণের মত বিষয় নিয়ে আলোচনা থামলা না। তেমনি বেশ কিছু কিশোর এই ধর্ষণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কথোপকথন করার জন্য দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে অখ্যাত একটি গ্রুপের নাম '‌বয়েসলকাররুম’‌, যেখানে ১৭ বছরের অপ্রাপ্তবয়স্ক স্কুলের ছাত্ররা অশ্লীল মন্তব্য ও মেয়েদের ছবি প্রচার করে।

এফআইআর দায়ের

এফআইআর দায়ের

দিল্লি পুলিশের শীর্ষ কর্তা এই গ্রুপটির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে। ওই স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৭১, ৪৬৯, ৫০৯ ও ৬৭ ধারায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে দক্ষিণ দিল্লির তিন নামকরা স্কুলের পড়ুয়ারারাই এই ইনস্টা চ্যাটে অংশগ্রহণ করে। এই চ্যাটে মর্ফড ছবি ও মহিলা ও তাঁদের দেহের বিভিন্ন অংশ নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক কথা বলা হয়।

চ্যাটে মেয়েদের ধর্ষণের পরিকল্পনা

চ্যাটে মেয়েদের ধর্ষণের পরিকল্পনা

ভারতে এটাই প্পথম মামলা যেখানে ইনস্টাগ্রাম চ্যাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে দক্ষিণ দিল্লির একটি বেসরকারি স্কুল প্রশাসনের পক্ষ থেকে সকেত থানায় উদ্দেশ্যপ্রণোদিত ইনস্টাগ্রাম চ্যাটের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এছাড়াও দিল্লি পুলিশের সাইবার বিভাগের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এ সপ্তাহেই হয়ত দিল্লি পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রদের কাছে সমন যাবে। দিল্লির মহিলা কমিশনের পক্ষ থেকেও ইনস্টাগ্রাম ও দিল্লি পুলিশকে ‘‌বয়েসলকাররুম'‌ নিয়ে নোটিস পাঠিয়ে বলা হয়েছে যে এই গ্রুপটিকে কিছু দুর্বৃত্তরা নাবালিকা মেয়েদের আপত্তিকর ছবি শেয়ার করতে এবং নাবালিকা মেয়েদের ধর্ষণের মতো অবৈধ কাজ করার পরিকল্পনা করতে ব্যবহার করছিল।

পড়ুয়াদের বয়স ১৫–১৬ বছর

পড়ুয়াদের বয়স ১৫–১৬ বছর

এই গ্রুপের চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সদস্যদের পরিচয় জানা যায়। প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তারা মেয়েদের ও নিজেদের স্কুলের সমবয়সীদের ধর্ষণ করার কথা আলোচনা করেছে। পড়ুয়ারা অশালীন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেগুলি নিয়ে আপত্তিকর মন্তব্য করে।

English summary
Initial probe has shown students from three prominent schools in south Delhi were part of the Instagram group chat. The chats had morphed pictures and also derogatory and explicit comments on women and their bodies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X