For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসায় জ্বলছে দিল্লি, পুলিসকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

হিংসায় জ্বলছে দিল্লি, পুলিসকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Google Oneindia Bengali News

হিংসায় জ্বলছে রাজধানী দিল্লি। পুলিসের তৎপরতার অভাবেই আরও পরিস্থিতি জটিল হয়েছে। সুপ্রিম কোর্টের বিপুল ভর্ৎসনার দিল্লি পুলিসকে। উষ্কানি মূলক মন্তব্যে রাশ টানতেও দিল্লি পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

দিল্লি পুলিসকে ভর্ৎসনা

দিল্লি পুলিসকে ভর্ৎসনা

দিল্লির হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিস। প্রকাশ্যে দিল্লি পুলিসকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। যদিও সলিসিটার জেনারেল কোর্টকে আবেদন জানায় দিল্লির িহংসা নিয়ে এমন কোনও সিদ্ধান্ত না নিয়ে তাতে আরও মনোবল ভেঙে যাবে পুলিসের। বিচারপতি কে এম জোসেফ ব্রিটেন এবং আমেরিকার পুলিসের তৎপরতা এবং দক্ষতার উদাহরণ টেনে দিল্লি পুলিসের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেছেন কোথাও নিশ্চয় গলদ রয়েছে নইলে এমন ঘটতে পারে না। দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা চলায় সুপ্রিম কোর্টে দিল্লি হিংসা নিয়ে কোনও মামলা শুনতে চায়নি।

পুলিসের ব্যর্থতা নিয়ে তিরস্কার

পুলিসের ব্যর্থতা নিয়ে তিরস্কার

সুপ্রিম কোর্টের বিচারপতি কৌল এবং জোসেফ রীতিমত তিরস্কার করে জানিয়েছেন, একাধিক রাজ্য সরকার পুলিসকে নির্দিষ্ট গাইডলাইন এবং পেশাদারিত্ব শেখানে ব্যর্থ হয়েছে। যার প্রভাব পড়ছে আইন শৃঙ্খলায়। একজন এডিসিপি পর্যায়ের পুলিস অফিসার নইলে গণপিটুনির শিকার হতে পারেন না। পুলিসের আরও পেশাদারি আচরণ করা উচিত বলে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছেন পুলিস পূর্ণ স্বাধীনতায় কাজ করতে পারে না। যদি পুলিস আইন মেনে সব কাজ করে তাহলে কখনও এই পরিস্থিতি তৈরি হয় না।

শাহিনবাগ মামলার শুনানি স্থগিত

শাহিনবাগ মামলার শুনানি স্থগিত

দিল্লির পরিস্থিতি উত্তপ্ত থাকায় শাহিনবাগ নিয়ে কোনও শুনানি হওয়া উচিত নয়। বুধবার এমনই জানিয়েছে শীর্ষ আদালত। সেকারণে শাহিনবাগের শুনানিতে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতিরা। দিল্লি শান্ত না হওয়া পর্যন্ত শাহিন বাগ নিয়ে কোনও শুনানি হবে না বলে জানিয়েছেন বিচারপতি জোসেফ এবং বিচারপতি কৌল। আগামী ২৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

দিল্লি হিংসায় ইন্ধন দিতে টাকা আসছে কোথা থেকে! কোন 'স্লিপার সেল' জেগে উঠছে, জানাল রিপোর্ট দিল্লি হিংসায় ইন্ধন দিতে টাকা আসছে কোথা থেকে! কোন 'স্লিপার সেল' জেগে উঠছে, জানাল রিপোর্ট

English summary
Police does not took enough action, SC reproach Delhi Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X