স্কুলের বাথরুমে 'ছাত্রহত্যা', দিল্লির ঘটনায় ধৃত ৩ পড়ুয়া
রাজধানী দিল্লির করওয়ালনগরে এক প্রাইভেট স্কুলের বাথরুমে ছাত্র হত্যার ঘটনায় স্কুলের ৩ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে , স্কুলের বাথরুমে বন্ধুদের মধ্যে মারপিটের ঘটনাতেই এই হত্যাকাণ্ড ঘটে যায়।

৩ অভিযুক্ত পড়ুয়ার বয়স ১৫ বছর। এদের বিরুদ্ধে সহপাঠী তুষার কুমারকে হত্যার অভিযোগ রয়েছে। তুষারের দেহ, দিল্লির জীবনজ্যোতি সেকেন্ডারি স্কুলের বাথরুম থেকে উদ্ধার হয়। নবম শ্রেনির ছাত্র তুষারের হত্যার ঘটনায় ফের একবার হরিয়ানার রায়া স্কুলের আতঙ্ক ফিরে আসে স্কুল ক্যাম্পাসে। গোটা ঘটনার সত্যতা জানা যায় সিসিটিভি ফুটেজ দেখে।
এর আগে,আজ পুলিশের ডিএসপি একে সিঙ্গলা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ স্কুলের বাথরুমে দেহ উদ্ধার হয়। তা দেখে অন্য ছাত্ররা কর্তৃপক্ষকে খবর দেয়। সেখান থেকে ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষের দাবি ছিল, ছেলেটি ডায়রিয়ার ভুগছিল। সেই কারণে মৃত্যু হতে পারে।