এভারেস্টজয়ের মিথ্যে গল্প ফেঁদেছিলেন পুনের এই পুলিশ দম্পতি, তারপর যা হল
এভারেস্ট জয়ের মিথ্যে গল্প ফাঁদায় শেষ পর্যন্ত চাকরি গেল পুনের পুলিশ দম্পতির। গত বছর নভেম্বর মাসেই অবশ্য তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। তদন্তে প্রমাণিত হয়েছে, এভারেস্টজয়ী প্রথম দম্পতি হিসেবে নিজেদের দাবি করা দীনেশ ও তারকেশ্বরী রাঠোড় আসলে মিথ্যে কথা বলেছেন। সেইসঙ্গে এভারেস্টজয়ের ছবিও ফোটোশপ করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
[আরও পড়ুন: এভারেস্ট থেকে উধাও 'হিলারি স্টেপ', সহজ হবে কী পর্বতারোহণ]

গত বছর মে মাসে দীনেশ ও তারকেশ্বরী ছবি সহ দাবি করেন, তাঁরাই এভারেস্টজয়ী প্রথম দম্পতি। কিন্তু সেই ছবি প্রকাশিত হওয়ার পরপরই বেঙ্গালুরুর এক পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত দাবি করেন, যে ছবিগুলি রাঠোর দম্পত্তি প্রকাশ করেছেন, তা আসলে তাঁর। এই ছবিগুলিতে কারচুপি করা হয়েছে বলে দাবি করেছেন সত্যরূপ সিদ্ধান্ত। এরপরই তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র পুলিশ। এরইমধ্যে গত বছর অগাস্ট মাসে নেপাল সরকারও জানিয়ে দেয় রাঠোর দম্পত্তি কোনওদিনই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেননি। এই মিথ্যে বলার জন্য নেপাল সরকার তাঁদের ওপর দশ বছরের নিষেধাজ্ঞাও চাপিয়েছে।
এদিকে মহারাষ্ট্র পুলিশও পৃথক তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন নভেম্বর মাসেই দুজনকে সাসপেন্ড করা হয়। চলতি বছরে মে মাসেই মিথ্যে বলার জন্য দুজনকেই শো-কজও করা হয়। অবশেষে চাকরি খোয়াতে হল এই পুলিশ দম্পতিকে। পুনের অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেবরাও পাতিল জানিয়েছেন, এভারেস্ট শৃঙ্গ জয়ের মিথ্যে গল্প ফেঁদে তাঁরা ভারত ও নেপাল সরকারের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের এই কাজে মহারাষ্ট্র পুলিশ কলঙ্কিত হয়েছে। সেকারণেই রাঠোর দম্পতিকে চাকরি থেকে ছাড়িয়ে দেও হল।