For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্ষকই ভক্ষক, ঘুমন্ত ব্যক্তির পকেট মোবাইল চুরি করল পুলিশ কনস্টেবল

Google Oneindia Bengali News

রক্ষকই যে ভক্ষক হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই ঘটনা। পুলিশ কোথায় চোর ধরবে তা নয়, সে নিজেই চুরি করছে। এমনই এক ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে কানপুরে ঘটেছে এই ঘটনা। রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তির পকেট থেকে পুলিশ কনস্টেবল মোবাইল চুরি করে। ঘটনা সামনে আসার পরেই ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোথায় ঘটে এই ঘটনা?

কোথায় ঘটে এই ঘটনা?

জানা গিয়েছে ওই কনস্টেবল কানপুরের মহারাজাপুর অঞ্চলের ছাতারমারা এলাকায় কাজ করছিল। সেখানেই রাস্তায় শুয়ে ছিল এক ব্যক্তি। অঘোরে ঘুমোচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁর পকেট থেকেই মোবাইল চুরি করে নেয় ওই কনস্টেবল। জানা গিয়েছে ওই কন্সটেবলের নাম প্রগেশ সিং। সে রাস্তায় শুয়ে থাকার ব্যক্তির পকেট থেকে অত্যন্ত মোলায়েমভাবে ওই মোবাইল চুরি করে, তারপর সে সেখান থেকে দ্রুত চম্পট দেয়। তবে শেষ রক্ষা হয়নি, কারণ সিসিটিভি ক্যামেরায় খুব স্পষ্ট ছিল ওই ছবি।

ভিডিও ভাইরাল

ভিডিও ভাইরাল

ভিডিও ভাইরাল হবার পরেই পুলিশ ঘটনার তদন্তে নামে। জানা যায় যে ওই কনস্টেবল প্রগেশ সিং। এরপর এসপি ওই কনস্টেবলকে বরখাস্ত করে দেয়। ওই স্থানে দেখা গিয়েছে এক হোম গার্ডকেও। তাঁকেই বরখাস্ত করেদ এওয়া হবে বলে জানা গিয়েছে।

মোবাইল চুরি

মোবাইল চুরি

যার মোবাইল চুরি করে ওই কনস্টেবল সে মহারাজপুরের ছাতমারার বাসিন্দা। সে তাঁর নিজের দোকানের সামনেই ফাঁকা অংশে ঘুমোচ্ছিল। এটি রাস্তার একটি মোড়। মহারাজপুরের থানার কনস্টেবল প্রগেশ সিং এবং এক হোম গার্ডকে ওইখানে কাজ দেওয়া হয়েছিল।

অতিরিক্ত এসপি বিজেন্দ্র বলেছেন, "অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, সঙ্গে থাকা হোম গার্ডকেও বরখাস্ত করা হবে। আরও তদন্ত চালানো হবে এই বয়সে। যার মোবাইল চুরি হয়ে যায় সেই নীতিন ঘটনায় এফআইআর করেছে দুই অভিযুক্তের নামে।

 কানপুর

কানপুর

কানপুর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃহত্তম শহর। এটি ঔপনিবেশিক সময়ে কাউনপোর নামে পরিচিত ছিল এবং এটি ছিল এই সমভূমির একটি প্রধান শিল্প কেন্দ্র। উত্তরপ্রদেশ ১৯৩৭ সালের ১ এপ্রিল 'যুক্তপ্রদেশ' নামে এই রাজ্য গঠিত হয়েছিল। ১৯৫০ সালে এর নাম বদলে 'উত্তরপ্রদেশ' রাখা হয়। লখনউ এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। গাজিয়াবাদ, কানপুর, মোরাদাবাদ, বরেইলি, আলিগড় ও বারাণসী রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ২০০০ সালের ৯ নভেম্বর উত্তরপ্রদেশের হিমালয়-সংলগ্ন অঞ্চলটিকে বিচ্ছিন্ন করে 'উত্তরাঞ্চল' (অধুনা উত্তরাখণ্ড) রাজ্য গঠিত হয়।

English summary
police stealing mobile phone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X