For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউ ও নয়ডাতে গড়ে উঠবে পুলিশ কমিশনারেট, ঘোষণা যোগী আদিত্যনাথের

লখনউ ও নয়ডাতে গড়ে উঠবে পুলিশ কমিশনারেট, ঘোষণা যোগী আদিত্যনাথের

Google Oneindia Bengali News

অপরাধ এবং আইনকে নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ নিয়েছে যোগী রাজ্যের সরকার। সেই কারণে সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্যে পুলিশ কমিশনারেট গড়ার ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে এই পুলিশ কমিশনারেট গড়ে উঠবে লখনউ ও রাজ্যের আধুনিক মেট্রো শহর নয়ডাতে।

লখনউ ও নয়ডাতে গড়ে উঠবে পুলিশ কমিশনারেট, ঘোষণা যোগী আদিত্যনাথের


জানা গিয়েছে প্রভাবশালী আমলাদের বিরোধিতা সত্ত্বেও সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার লখনউয়ের লোক ভবনে মন্ত্রীসভার সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে বলতে গিয়ে যোগী বলেন, 'পুলিশের সবচেয়ে বড় সংস্কারের পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার আজকে। লখনউ ও নয়ডাতে পুলিশ কমিশনারেট গড়ে তোলার প্রস্তাবকে সম্মতি জানিয়েছে মন্ত্রীসভা।’‌‌ পুলিশ কমিশনার গড়ে উঠলে তা আরও বেশি করে শাসক সংক্রান্ত ক্ষমতা থেকে আইজি স্তরের আইপিএস অফিসারকে ক্ষমতাশালী করে তুলবে। বিশেষ করে রাজ্যের আইন–শৃঙ্খলার পরিস্থিতিকে ঠিক করতে পুলিশ প্রধান স্বাধীনভাবে ও দ্রুতগতিতে কাজ করতে পারবে। এছাড়াও মহিলাদের ওপর অপরাধ দমন করতেও যোগী কিছু ঘোষণা করেন। তিনি বলেন, '‌এসপি ও অতিরিক্ত এসপি পদে দু’‌জন মহিলাকে নিয়োগ করা হবে নতুন পুলিশ কমিশনারেটে। যাতে মহিলাদের ওপর অপরাধ দমন হতে পারে।’‌

এই ঘোষণার আগে রাজ্যের রাজ্যপাল রাম নায়েক উত্তরপ্রদেশে পুলিশ কমিশনারেট বাস্তবায়িত করার পরামর্শ দিয়েছিলেন। সূত্রের খবর, ভবিষ্যতে কানপুর, বারাণসী, আগ্রা এবং অন্য বড় শহরগুলিতেও পুলিশ কমিশনার গড়ে তোলা হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার লখনউয়ের এসপিকে স্থানান্তর ও গৌতম বুদ্ধ নগরের এসএসপিকে বহিষ্কার করে দেওয়া হয়। নতুন দুই পদে এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি।

English summary
The Police Commissioner system gives more powers, including magisterial powers, to IPS officers of the Inspector General of Police (IG) rank posted as commissioners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X