For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক না পরে একা গাড়ি চালালে জানেন তার পরিণতি কী হতে পারে?‌

মাস্ক না পরে গাড়ি চালালে জরিমানা পুলিশের

Google Oneindia Bengali News

একা কোনও ব্যক্তি যদি গাড়ি চালান অথবা কোনও ব্যক্তি শরীরচর্চা বা সাইকেল চালাচ্ছেন একা মাস্ক না পড়ে, তবে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোনও একা ব্যক্তি গাড়ি বা সাইকেল চালাচ্ছেন তাঁর মাস্ক পরা নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি।

মাস্ক তখনই বাধ্যতামূলক

মাস্ক তখনই বাধ্যতামূলক

যদি গাড়িতে একের অধিক ব্যক্তি থাকে বা কোনও দল গাড়িতে থাকে তবেই মাস্ক পরা বাধ্যতামূলক এবং সামাজিক দুরত্ব বজায় রাখা জরুরি, যাতে কোনওভাবেই একে-অপরের সংস্পর্শে এসে সংক্রমিত না হয়। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ

চালানের বিরুদ্ধে অভিযোগ

চালানের বিরুদ্ধে অভিযোগ

দেশে কোভিড-১৯ সংক্রমণের সময় গাড়িতে মাস্ক না পরে চালানোর জন্য পুলিশ চালান কেটেছে বলে অভিযোগ জানিয়েছেন বহু মানুষ। স্বাস্থ্য সচিবকে প্রশ্ন করা হয় যে একা গাড়ি বা সাইকেল চালানোর সময় মাস্ক পরা কি বাধ্যতামূলক, এ প্রসঙ্গে ভূষণ স্পষ্ট করে বলেন, ‘‌একা কোনও ব্যক্তি গাড়ি বা সাইকেল চালানোর সময় মাস্ক পরা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের কোনও নির্দেশিকা নেই।'‌

জানা গিয়েছে, দিল্লি পুলিশ ইতিমধ্যেই মাস্ক না পরে গাড়ি না চালানোর জন্য প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ জনকে জরিমানা করা হয়েছে।

পুলিশ ভুল নয়

পুলিশ ভুল নয়

দিল্লি পুলিশের এক শীর্ষ অফিসার এ প্রসঙ্গে জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা দিল্লি বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষের (‌ডিডিএমএ)‌ জারি করা নির্দেশিকাই মেনে চলেছে। ওই নির্দেশিকায় বলা ছিল কোনও ব্যক্তি যদি জনবহুল এলাকায় মাস্ক না পরেন তবে তাঁকে ৫০০ টাকার জরিমানা দিতে হবে, তাই পুলিশ ভুল নয়।

 নতুন নিয়ম জারি হয়নি

নতুন নিয়ম জারি হয়নি

তিনি বলেন, ‘‌গাড়িটি জনবহুল একা দিয়ে যাচ্ছে, তাই আমরা জরিমানা নিচ্ছি। যে কোনও অফিসার বা সাব-ইনস্পেক্টর পদ বা তার উর্ধ্বস্থানীয় পদের কোনও অফিসার এই জরিমানা নিতে পারেন। আমরা এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে লিখিত কোনও নির্দেশ পাইনি। যখনই আমরা নতুন নির্দেশ পাব, তা অনুসরণ করতে শুরু করে দেব।'‌

আলুর দামে রাশ টানতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর, ভিনরাজ্যে পাচার রুখতে বেঁধে দিলেন দাম আলুর দামে রাশ টানতে উদ্যোগ মুখ্যমন্ত্রীর, ভিনরাজ্যে পাচার রুখতে বেঁধে দিলেন দাম

English summary
police cant fine you if drive alone without a mask claim center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X