For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ! পুলিশের জালে জেএমবি মডিউলের অন্যতম চাঁই

অসম থেকে গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণে অপর অভিযুক্ত আজহার আলি। গত তিন থেকে চার বছর ধরে পুলিশ তাকে খুঁজছিল।

  • |
Google Oneindia Bengali News

অসম থেকে গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণে অপর অভিযুক্ত আজহার আলি। গত তিন থেকে চার বছর ধরে পুলিশ তাকে খুঁজছিল। বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম সদস্য আজহার এই সংগঠনের অসম মডিউলের মাথা। সংগঠনের উত্তর পূর্বের কাজই সে দেখতো। বারবার ডেরা বদল করলেন মঙ্গলবার আর তা পারেনি। ধরা পড়ে যায় পুলিশের জালে। আপাতত সাতদিনের পুলিশ হেফাজত হয়েছে তাঁর।

অসম থেকে গ্রেফতার জেএমবি সদস্য

অসম থেকে গ্রেফতার জেএমবি সদস্য

বরপেটার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত আজহার আলির বয়স বছর ২৫। সে বরপেটার রাউমারি গ্রামের বাসিন্দা। এলাকায় আজহারের বিচরণ নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল এনআইএ। মঙ্গলবার পুলিশের জালে পড়ে যায়।

 একাধিক ছদ্ম নাম

একাধিক ছদ্ম নাম

একাধিক ছদ্মনাম ছিল আজহার আলির। কোনও জায়গায় তার নাম ছিল আজহারউদ্দন আহমেদ আবার কোনও জায়গায় আজহারউদ্দিন আলি।

চেন্নাই থেকে গ্রেফতার জঙ্গির থেকে আজহারের খোঁজ

চেন্নাই থেকে গ্রেফতার জঙ্গির থেকে আজহারের খোঁজ

গতমাসে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছিল, জেএমবির চেন্নাই মডিউলের চাঁই আসাদুল্লাকে। বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর ডাঙাপাড়ায় বাড়ি হলেও, জেএমবির চেন্নাই মডিউলের দায়িত্ব ছিল তার কাঁধে। তাকে জিজ্ঞাসাবাদ করেই দেশের বিভিন্ন জায়গায় থাকা জেএমবি জঙ্গিদের খোঁজ পায় পুলিশ।

নাম প্রথম জানা যায় বর্ধমান বিস্ফোরণের সময়

নাম প্রথম জানা যায় বর্ধমান বিস্ফোরণের সময়

একেবারে কম বয়সেই সে জেএমবিতে নাম লেখায়। বর্ধমান বিস্ফোরণের সময় তাঁর নাম প্রথম জানা গিয়েছিল। প্রথমে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠনের কাজ দেখভাল করলেও, একটা সময়ে অসমে সংগঠন বিস্তারের দায়িত্ব দেওয়া হয়।

ভারতে বেড়েছে জেএমবি কার্যকলাপ

ভারতে বেড়েছে জেএমবি কার্যকলাপ

অনেকদিন থেকেই ভারতে সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে জেএমবি। বাংলার পাশাপাশি সংগঠন বিস্তারের জন্য তারা বেছে নিয়ে বিহার, কর্নাটক, কেরল, মহারাষ্ট্রকে। এব্যাপারে সতর্কও করেছে এনআইএ। আগে থেকে কার্যকলাপ চালালেও, ২০১৪ সালে হঠাৎ হওয়া বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ভারতে জেএমবির ছক প্রকাশ্যে চলে আসে। এরই মধ্যে বুদ্ধগয়ায় বিস্ফোরণে জেএমবির নাম জড়িয়ে পড়ে।

হতে পারে জঙ্গি হামলা! প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে জারি অরেঞ্জ অ্যালার্ট

English summary
Police arrests terrorist organisation JMB member Azhar from Assam. Sources said, police is searching for him for the last three to four years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X