For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমি দখলের অভিযোগ, গ্রেফতার বেসরকারি বিমান সংস্থার শীর্ষকর্তা

জমি দখলের অভিযোগে গ্রেফতার জেট এয়ারওয়েজের ভাইসপ্রেসিডেন্ট (সিকিউরিটি) কর্নেল অভনীত সিং বেদি। পরিবারের অভিযোগ, ভুয়ো অভিযোগেই এই গ্রেফতার

Google Oneindia Bengali News

জমি দখলের অভিযোগে জেট এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট সিকিউরিটি কর্নেল অভনীত সিং বেদিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

গাজিয়াবাদ পুরসভার জমি দখলের অভিযোগে দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের শাহিবাবাদ থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে কর্নেল অভনীত সিং বেদির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গ্রেফতার বেসরকারি বিমান সংস্থার শীর্ষকর্তা

অভিযোগে বলা হয়েছে দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার চিকাম্বেরপুর গ্রামে ৯৪৫ বর্গমিটার সরকারি জমি দখল করেছেন জেট এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট সিকিউরিটি কর্নেল অভনীত সিং বেদি। যদিও বেদির পরিবারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভুয়ো এবং ভিত্তিহীন অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পরিবারের।

তাদের আরও দাবি, জমিটি বেদির মায়ের নামে রেজিস্ট্রি করা রয়েছে। বিষয়টি নিয়ে প্রাক্তন এক জেট এয়ারওয়েজের কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। পরিবারের তরফে জানানো হয়েছে, জমিটি ১৯৬৯ সাল থেকে কর্নেল বেদির মায়ের নামে রয়েছে। সেটি এই মুহুর্তে লিজে দেওয়া রয়েছে। এরমধ্যে কোনও কিছুই অবৈধ নয়। প্রাক্তন জেট-কর্মী জমিটি হাতিয়ে নিতেই বেদির বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে দাবি, কর্নেল বেদির স্ত্রী গুরনীত কাউরের। পুলিশের বিরুদ্ধে খারাপ ব্যবহারের ও অভিযোগ করেছেন তিনি।

২০১৫ সালে জেট ওয়ারওয়েজে যোগ দেন কর্নেল বেদি। এর আগে ৪০ বছর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি।

English summary
Delhi police arrest Jet Airways vice president on land grab charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X