For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাকি উর্দির বদলে এবার ডিজাইনার 'স্মার্ট ইউনিফর্ম' পুলিশের

ব্রিটিশ আমলের খাকি উর্দির বদলে ডিজাইনার স্মার্ট ইউনিফর্ম পরানো হবে পুলিশকে।

  • |
Google Oneindia Bengali News

খাকি উর্দির ভয়ে আর চোর-ডাকাতের কাঁপার জো থাকবে না। মানে সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে সরকারই। একেবারে গবেষণা করে ব্রিটিশ আমলের খাকি উর্দির বদলে ডিজাইনার স্মার্ট ইউনিফর্ম পরানো হবে পুলিশকে।

খাকি উর্দির বদলে এবার ডিজাইনার 'স্মার্ট ইউনিফর্ম' পরবে পুলিশ

পাঁচ বছরের গবেষণার পরে আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন সব ধরনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে এমন স্মার্ট ইউনিফর্ম বানিয়েছে। এটি দেখতেও আকর্ষণীয় হবে বলে জানা গিয়েছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ও আধা সেনা নতুন পোশাক পরবে বলে খবর।

ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে আলোচনা করে মোট নয় ধরনের ইউনিফর্ম ডিজাইন করা হয়েছে। যার মধ্যে রয়েছে জামা, ট্রাউজার্স, বেল্ট, টুপি, ইনসিগনিয়া, জুতো, জ্যাকেট, বর্ষাতি, হেডগিয়ার ইত্যাদি।

এই পোশাক বদলের বিষয়ে দেশের প্রতিটি রাজ্যের পুলিশবাহিনীকে জানানো হয়েছে। পাশাপাশি আধা সেনাকেও জানানো হয়েছে। এর মধ্যে যেকোনও এক ধরনের পোশাক রাজ্য পুলিশ ব্যবহার করতে পারে। এতে এক রাজ্যের সঙ্গে পাশের রাজ্যের যেমন মিল থাকবে না, তেমনই পোশাকে বদল এলে তা নিয়ে নতুন আকর্ষণ তৈরি হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

ডিজাইনারদের মতে, পুলিশের পোশাক আকর্ষণীয় হওয়া উচিত। এমন ধরনের কাপড়ে তৈরি হওয়া উচিত যা সব ধরনের আহাওয়ায় পরা যেতে পারে। এমন হাজারো ভাবনাচিন্তার পরই পুলিশের নতুন পোশাক তৈরি হতে চলেছে বলে জানা গিয়েছে।

English summary
Police across states set to shed khaki, will wear designer smart uniform
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X