কবি ভারভারা রাও অবশেষে পেলেন বন্দি দশা থেকে মুক্তি
কবি ভারভার রাও শেষমেশ মুক্ত হলেন। আগামী ছয় মাসের জন্য তিনি মুক্তি পেয়েছেন। গত মাসেই তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। তবে হাসপাতালে ভর্তি ছিলেন কবি। ভীমা কোরেগাঁও মামলায় তাংর বিরুদ্ধে রয়েছে অভিযোগ। আর সেই অভিযোগের জেরেই ভারভারা রাও জেলবন্দি ছিলেন।

ভীমা কোরেগাঁও মামলায় ২০১৮ সালের ২৮ অগাস্ট থেকে জেলবন্দি কবি। বিশিষ্ট কবি ও সমাজকর্মী ভারভারা রাও গত মাসেই জামিন পেয়েছেন। বম্বে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুরও করেন । তবে জেলবন্দি কবি প্রবল অসুস্থতার জেরে হাসপাতালে ভক্তি ছিলেন এই ৮১ বছরের কবি। শনিবার রাত ১১:৪৫ মিনিটে জেল থেকে মুক্তি পেয়ছেন কবি বারভারা রাও।
এদিকে, জামিন মিললেও কবিকে তদন্তের স্বার্থে মুম্বই ছাড়তে বারণ করা হয়েছে। তদন্তকারী সংস্থার কাছে নিজের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁকে। এছাড়াও ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্তদের সঙ্গে যাতে ভারভারা কোনও যোগাযোগ না রাখেন তার বার্তা দেওয়া হয়েছে ভারভারাকে। এছাড়াও ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কবিকে।