For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতারণার পরে 'সক্রিয়' পিএনবি! বদলি প্রায় ১৮০০০ কর্মী

সিভিসির আদেশ পাওয়ার পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করা হয়েছে। সিনিয়র ব্যাঙ্ক অফিসারদের ক্ষেত্রে ৩ বছর আর ক্লার্কদের ক্ষেত্রে ৫ বছর কেউ একই শাখায় থাকলে বদলি বাধ্যতামূলক।

  • |
Google Oneindia Bengali News

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আদেশ পাওয়ার পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করা হয়েছে। সিনিয়র ব্যাঙ্ক অফিসারদের ক্ষেত্রে ৩ বছর আর ক্লার্কদের ক্ষেত্রে ৫ বছর কেউ একই শাখায় থাকলে বদলি বাধ্যতামূলক।

প্রতারণার পরে 'সক্রিয়' পিএনবি! বদলি প্রায় ১৮০০০ কর্মী

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিভিসির আদেশ পাওয়ার পর প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কারস। যদিও পিএনবির মুখপত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে অবগত নন। এই সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই বলেও দাবি করেছেন ওই মুখপত্র।

পিএনবি কাণ্ড সামনে আসার পর সরকারি কোম্পানি, ব্যাঙ্ক, অধীনস্থ সংস্থাগুলিকে দুর্নীতি দমনে গাইড লাইন নোট পাঠিয়েছে সিভিসি। এর আগে পিএনবি কর্তৃপক্ষ প্রতারণায় যুক্ত যাকার অভিযোগে এক জেনারেল ম্যানেজার পদ মর্যাদার অফিসার-সহ ১৮ জন কর্মীকে সাসপেন্ড করে।

পিএনবি কাণ্ডে করা এফআইআর-এ সিবিআই জানিয়েছে পুরো ১১৩০০ কোটি টাকা এই প্রতারণা হয়েছে ২০১৭-২০১৮-র মধ্যে। যদি এই প্রতারণা ২০১১-তে শুরু হয়ে থাকে তাহলে প্রতারণার পরিমাণ ১১৩০০ কোটি টাকার বেশি হবে বলেই অনুমান।

English summary
PNB authority transferred about 18000 employees after the scam unearthed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X