For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩ মাসের খরা কাটিয়ে ভারতে বাড়ছে পিএমআই সূচক, অগাস্টে নিয়োগ ১৪ বছরে সর্বোচ্চ

১৩ মাসের খরা কাটিয়ে ভারতে বাড়ছে পিএমআই সূচক, অগাস্টে নিয়োগ ১৪ বছরে সর্বোচ্চ

Google Oneindia Bengali News

ভারতে পরিষেবা ক্ষেত্রে চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। অগাস্ট মাসে এই চাহিদা প্রত্যাশার থেকে অনেকটাই বেশি ছিল। যার জেরে বিক্রি অনেকাংশে বেড়েছে। নতুন করে বিভিন্ন সংস্থা পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছে। এস অ্যান্ড পি গ্লোবাল ইন্ডিয়া সার্ভিস পার্চেসিং ম্যানেজার ইউনিট বা পিএমআই সূচক অগাস্টে অপ্রত্যাশিতভাবে বেড়ে ৫৭.২-তে পৌঁছেছে। গত চার মাসে এই সূচক জুলাইয়ে ছিল সর্বনিম্ন। গত ১৩ মাস ধরে এই সূচক ক্রমাগত কমছিল। কিন্তু অগাস্ট মাসে এই সূচকের বৃদ্ধি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলেই অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতে অগাস্টে নিয়োগ গত ১৪ বছরে সব থেকে বেশি বলে রিপোর্টে জানানো হয়েছে।

করোনা পরবর্তী যুগে সর্বোচ্চ পিএমআই সূচক

করোনা পরবর্তী যুগে সর্বোচ্চ পিএমআই সূচক

পি অ্যান্ড এস গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স-এর ইকোনমিক্স অ্যাসোসিয়েট ডিরেক্টর পলিয়ানা ডি লিমা বলেন, ভারতের অর্থনীতি দ্বিতীয় আর্থিক ত্রৈমাসিকে বৃদ্ধি পেতে শুরু করেছে। গত জুলাইয়ে পিএমআই সূচক অনেকটা কমে গিয়েছিল। অগাস্টে সেই সূচক বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, করোনা বিধি তুলে নেওয়ার পর থেকে বিভিন্ন বিক্রয় সংস্থাগুলো নতুন উদ্যোমে কাজ শুরু করেছে। বিক্রি বাড়ার ফলে লাভের অঙ্ক বাড়ছে সংস্থাগুলোর। ব্যবসায়িক লাভের জেরে পিএমআই সূচক বাড়তে শুরু করেছে।

১৪ বছরে সর্বোচ্চ নিয়োগ অগাস্টে

১৪ বছরে সর্বোচ্চ নিয়োগ অগাস্টে

ডি লিমা বলেন, মুদ্রাস্ফীতির হার জুলাইয়ের মতো ছিল। তারপরেও পিএমআই সূচক বেড়েছে। গত এক বছর ধরে পিএমআই সূচকের ক্রমাগত পতন হয়েছে। তবে এই ফলাফল ইঙ্গিত দেয়, ভারতে ব্যবসায় অনুকূল পরিবেশ ফিরে আসছে। এই পিএমআই সূচক ২০১৮ সালের মে মাসের পর সর্বোচ্চ। এর ফলে ধীরে ধীরে কর্মসংস্থান বাড়ছে বলেও তিনি মনে করছেন। গত ১৪ বছরে ভারতে অগাস্টে নিয়োগ সর্বোচ্চ ছিল রিপোর্টে জানানো হয়েছে।

বীমা পরিষেবা বিভাগে বৃদ্ধি

বীমা পরিষেবা বিভাগে বৃদ্ধি

অর্থনীতিবিদ জানিয়েছেন, অগাস্ট মাসে একাধিক ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে গিয়েছে। মূলত, মূলত বীমা ও বিভিন্ন বিক্রয় ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। ভারতে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আর্থিক বৃদ্ধি পরবর্তী ত্রৈমাসিকে দেখা নাও যেতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রভাব।

আন্তর্জাতির বাজারের প্রভাব

আন্তর্জাতির বাজারের প্রভাব

ভারতের অর্থিক বৃদ্ধি অনেকাংশে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ভারতের বাজারে প্রভাব পড়ছে। ভারতের মূল্যবৃদ্ধির জন্য অনেকাংশে আন্তর্জাতিক পরিস্থিতি দায়ী। তবে করোনা মহামারীর পর ভারতের বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

Weather Update: ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস Weather Update: ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

English summary
Indian dominant service industry grow faster and PMI index rose to 57.2 in August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X