For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে যোগী ফিরলেও চাপ বাড়াবে ভোট শতাংশ, বাকি চারেও হবে জোর লড়াই, বলছে সমীক্ষা

উত্তরপ্রদেশে যোগী ফিরলেও চাপ বাড়াবে ভোট শতাংশ, বাকি চারেও হবে জোর লড়াই, বলছে সমীক্ষা

Google Oneindia Bengali News

সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট হবে উত্তরাখণ্ড, পাঞ্জাব , উত্তরপ্রদেশ, মণিপুরে ও গোয়ায়। উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়ায় নির্বাচন হবে এক দফাতেই।উত্তরপ্রদেশ নির্বাচন হবে সাত দফায়। মণিপুরে হবে দুই দফায়। সমীক্ষা বলছে , এবারেও উত্তরপ্রদেশে জারি থাকবে বিজেপির জয়ের ধারা। পাঞ্জাবে লড়াই হবে সেয়ানে সেয়ানে।

কীভাবে হয়েছে সমীক্ষা?

কীভাবে হয়েছে সমীক্ষা?

ফিল্ড সার্ভে, সিএটিআই ও আইডিআই পদ্ধতি ব্যবহার করে এই সমীক্ষা করা হয়েছে। ব্যবহার করা হয়েছে প্রববলিস্টিক মডেল। এতেই বেরিয়ে এসেছে পাঁচ রাজ্যে নির্বাচনের সম্ভাব্য ফলাফল, ভোট শেয়ার, আসন সংখ্যা। রাজ্যগুলির প্রত্যেক প্রান্তে গিয়ে বিভিন্ন বয়সের, ভিন্ন লিঙ্গ ও জাতির মানুষের সঙ্গে কথা বলে এই সম্ভাব্য সমীক্ষা করা হয়েছে। ফলাফলের ৩ শতাংশ কম বেশি হতে পারে নির্বাচনের আসল ফলাফল।

উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশে

সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে একক সংখ্যা গড়িষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসবেন যোগী আদিত্যনাথ। পেতে পারে ২৫২ থেকে ২৭২টি আসন। সপা জোট জিততে পারে ১১১-১৩১টি আসন। মায়াবতীর বসপার আসন কমবে। তারা পেতে পারে ৮-১৬টি আসন। কংগ্রেস পেতে পারে চতুর্থ স্থান। জিততে পারে ৩-৯টি আসন।

বিজেপি পেতে পারে ৪১.৩ শতাংশ ভোট। সপা পেতে পারে ৩৩.১ শতাংশ ভোট। মায়াবতীর বসপার ১৩.১ শতাংশ ও কংগ্রেস পেতে পারে ৬.৯ শতাংশ ভোট।

উত্তরাখণ্ডে

উত্তরাখণ্ডে

উত্তরাখণ্ডে বিজেপি ৭০এর মধ্যে ৩৬-৪২টি আসন। কংগ্রেস জিততে পারে ২৫-৩১ টি আসন। সপা জোট জিততে পারে ১১১-১৩১টি আসন। আপ ২ টি ও অন্যান্যরা ৩টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৩৯.৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৭.৫ শতাংশ ভোট।আপ ১৩.১ ও অন্যান্যরা ৯.৫ শতাংশ ভোট পেতে পারে।

পাঞ্জাব

পাঞ্জাব

পাঞ্জাবে ক্ষমতায় আসতে পারে আপ। এখানে আপ ৫০-৫৬ টি আসন পেতে পারে। কংগ্রেস জিততে পারে ৪২-৪৮ টি আসন। বিজেপি ১-৩ টি আসন। এসএডি জিততে পারে ১৩-১৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৫.১ শতাংশ ভোট।আপ ৩৭.৮ ও বিজেপি পেতে পারে ৫.৭ শতাংশ ভোট।শতাংশ ভোট পেতে পারে।

মণিপুর

মণিপুর

মণিপুরে বিজেপি ৩১-৩৭ টি আসন পেতে পারে। কংগ্রেস জিততে পারে ১৩-১৯ টি আসন। কংগ্রেস পেতে পারে ২৮.৭ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৯.২ শতাংশ ভোট।

গোয়া

গোয়া

গোয়ায় বিজেপি পেতে পারে ১৬-২০টি আসন। কংগ্রেস পেতে পারে ৯-১৩টি আসন। আপ পেতে পারে ৪-৮টি আসন। তৃণমূল পেতে পারে ১-৫টি আসন। ভোটের শতাংশ হতে পারে যথাক্রমে ৩০.৫, ২২.২,১৭.৪, ১২.২ করে। এখানে ১৭.৭ শতাংশ ভোট পেতে পারে , যা গুরুত্বপূর্ণ।

English summary
PMARQ Opinion Poll 2022: BJP is Predicted To Win Uttar Pradesh & Uttarakhand, What's Up in Punjab?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X