For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাস ইস্যুতে মোদীকে খোঁচা বিজেপি নেতার! গেরুয়া শিবিরের সাংসদ ফের সরব

পেগাসাস ইস্যুতে মোদীকে খোঁচা বিজেপি নেতার! গেরুয়া শিবিরের সাংসদ ফের সরব

  • |
Google Oneindia Bengali News

বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের পদ থকে সদ্য সরানো হয়েছে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে। গত কয়েক মাস ধরেই তাঁর মুখে দল বিরোধী বিভিন্ন বক্তব্য শোনা গিয়েছে। এরপর এদিন এই বিশিষ্ট আইনজীবী পেগাসাস ইস্যু নিয়ে মুখ খুলেছেন। আর মুখ খুলেই তোপ দেগেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা নরেন্দ্র মোদীর দিকে।

সুব্রহ্মণ্যম স্বামীর বার্তা

সুব্রহ্মণ্যম স্বামীর বার্তা

বহুদি ধরে গেরুয়া শিবিরের মধ্যে অমিত মালব্যর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী, এমনই খবর বিভিন্ন সূত্রের। এদিকে, তাঁর দল বিরোধী পর পর মন্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে।
শুধু কোনও নির্দিষ্ট একটি ইস্যু নয়, সুব্রহ্মণ্যম স্বামী বিভিন্ন ইস্যুতে পার্টিলাইন পার করেছেন। এদিকে, সংসদের বাদল অধিবেশন তোলপাড় করা পেগাসাস ইস্যুতে মুখ খুলে সুব্রহ্মণ্যম স্বামী কার্যত ফের একবার জাতীয় রাজনীতির অলিন্দে সাড়া ফেলেছেন। এদিন ফের তিনি চেনা সুরে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন।

 সুব্রহ্মণ্যম যা বললেন...

সুব্রহ্মণ্যম যা বললেন...

'ইস্যু হল গোটা বিষয়টি বৈধ নাকি অবৈধভাবে করা হয়েছে, তা নিয়ে। বৈধতা হল, এটা নির্দিষ্ট নিয়ম মেনে মন্ত্রিসভায় পেশ করা হবে আর রেজোলিউশন পাশ হবে।' এই বক্তব্য রেখেই সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, যদি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার বা কোনও প্রধানমন্ত্রী সম্পর্কীয় প্রতিনিধির তথ্য পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রীকে তার ফলশ্রুতি সহ্য করতে হবে।

 নিজের নামও আশা করেছিলেন তালিকায়?

নিজের নামও আশা করেছিলেন তালিকায়?

'আমার ফোন ট্যাপ করে কিছু জানতে পারবে না ওঁরা। আমার জীবনে কোনও গোপন জিনিস নেই। সব কিছুই সবার সামনে রাখি।' একথা বলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি পেগাসাসে যাঁদের ফোন বা তথ্য হ্যাক করা হয়েছে, তাঁদের নামের তালিকায় নিজের নামও দেখার কথা ভেবেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। একথা এক সদ্য সমাপ্ত সাক্ষাৎকারে অকপট জানান তিনি। তবে সেখানে নিজে নাম না দেখে খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর মতে, পেগাসাস ইস্যুতে যদি কিছু হত তাঁর নামের ক্ষেত্রে, তাহলে তিনি তাঁর ইজরায়েলের বন্ধুদের থেকে জানতে পারতেন।

পেগাসাস

পেগাসাস

উল্লেখ্য, বাদল অধিবেশেনর আগে, পেগাসাস ইস্যুতে পর পর তথ্যে কার্যত জাতীয় রাজনীতিতে ঝড় উঠে যায়। ইজরায়েলি সফ্টওয়্যার পেগাসাসের হাত ধরে। মোবাইল ডিভাইসে তা লাগিয়ে, আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তোলে বিভিন্ন মিডয়া হাউসের প্রতিনিধিদের একটি কনসর্টিয়াম। যাঁদের নামে আড়ি পাতা হয়েছে, তাঁদের নামের একটি তালিকায়ও প্রকাশিত হয়েছে। তবে দেখা গিয়েছে, সেই তালিকায় নাম নেই সুব্রহ্মণ্যম স্বামীর। সই বিষয়েই এই সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Subramanian Swamy says,if SC panel finds govt guilty in Pegasus .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X