For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM Modi swearing-in ceremony :মোদী-অমিত শাহ ম্যারাথন বৈঠকের পর স্থির হল মন্ত্রী তালিকা

দ্বিতীয়বার আজ ফের দিল্লির গদিতে বসতে চলেছে মোদী সরকার। এদিন সন্ধ্যেয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী। তার আগে ,বৃহস্পতিবারের সকালে দিল্লিতে 'ওয়ার মেমোরিয়াল' , 'অটল স্মৃতি' , ও রাজ

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয়বার আজ ফের দিল্লির গদিতে বসতে চলেছে মোদী সরকার। এদিন সন্ধ্যেয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী। তার আগে ,বৃহস্পতিবারের সকালে দিল্লিতে 'ওয়ার মেমোরিয়াল' , 'অটল স্মৃতি' , ও রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করেন দেশের ভাবি প্রধানমন্ত্রী মোদী। তাঁর সঙ্গে এদিন ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপির বিশিষ্টরা।

দিল্লিতে শপথগ্রহণের সকালে বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন করে দিন শুরু মোদীর, রাজধানীতে কড়া নিরাপত্তা


এদিন দিল্লিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা আসতে শুরু করছেন এই বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে। 'বিমস্টেক' গোষ্ঠীর সমস্ত সদস্যই এদিন দিল্লিতে হাজির থাকবেন। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুখ্যমন্ত্রীরাও আমন্ত্রিত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এদিনের অনুষ্ঠানে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে , রাজধানী জুড়ে একাধিক রাষ্ট্রনেতার ও অতিথিদের সাদর সম্ভাষণ জানাতে ব্যাপক ব্যস্ততা প্রশাসনিক স্তরে। গোটা দিল্লিতে ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।


প্রধানমন্ত্রীর জন্য় 'বধিয়া' গান গাইলেন বারাণসীর ধ্রুপদী সঙ্গীতশিল্পী চান্নুলাল মিশ্র।

এদিন সকালে ফের একবার বৈঠক হয় মোদী ও অমিত শাহের। সেই বৈঠকে স্থির করা হয় মন্ত্রীদের চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই বাংলা থেকে বাবুল সুপ্রিয়োর কাছে শপথ নেওয়ার জন্য ফোন চলে গিয়েছে।

প্রসঙ্গত,এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মোদী ও অমিত শাহের মধ্যে ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে মন্ত্রিসভা ঘিরে। শোনা যাচ্ছ,২০১৯ এর মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে ৬ জন মন্ত্রী থাকতে পারেন। এক জন মন্ত্রী এঁদের মধ্যে থেকে পেতে পারেন গোটা ক্যাবিনেটের দায়িত্বও।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
PM swearing-in ceremony news Updates,Modi , Shah at Atal memorial
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X