For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুঘ্নর মুখে এবার মোদীর প্রশংসা, ১৮০ ডিগ্রি ঘুরে কী বললেন 'বিহারীবাবু'

চিদাম্বরমের পর এবার শত্রুঘ্ন সিনহা। কিছুটা দেরিতে হলেও রবিবার প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের প্রশংসা করলেন লোকসভা ভোটের আগেবিজেপিতে থেকে কংগ্রেসে যোগ দেওয়া অভিনেতা।

  • |
Google Oneindia Bengali News

চিদাম্বরমের পর এবার শত্রুঘ্ন সিনহা। কিছুটা দেরিতে হলেও রবিবার প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের প্রশংসা করলেন লোকসভা ভোটের আগে বিজেপিতে থেকে কংগ্রেসে যোগ দেওয়া এই অভিনেতা। মোদীর কড়া সমালোচক প্রধানমন্ত্রীর ভাষণকে সাহসী, গবেষণামূলক এবং চিন্তচেতনামূলক বলে বর্ণনা করেছেন। অথচ এই মোদীর সমালোচনা করেই লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন।

মোদীর প্রশংসায় শত্রুঘ্ন সিনহা

প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসায় টুইট করেছেন শত্রুঘ্ন সিনহা। সেখানেই তিনি উল্লেখ করেন, লালকেল্লা থেকে ১৫ অগাস্টের ভাষণ ছিল সাহসী,গবেষণামূলক এবং চিন্তচেতনামূলক।

চিদাম্বরমের প্রশংসা

প্রাক্তন অর্থমন্ত্রী টুইট করে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর তিন ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন। প্রাক্তন অর্থমন্ত্রী বলেছিলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা মানুষের আন্দোলনে পরিণত করা উচিত। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি তাঁর উপদেশ, যাঁরা সম্পদ তৈরিতে সাহায্য করবেন, তাঁদের সাহায্য করতে হবে।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ

বৃহস্পতিবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাধারণ মানুষের কাছে প্ল্যাস্টিক ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন পরিবর্তে পাট কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে। এপ্রসঙ্গে তিনি ২০১৪-র ভাষণের কথাও উল্লেখ করেছিলেন। প্রসঙ্গত সেই ভাষণে মোদী পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছিলেন। এবারের লালকেল্লা থেকে ভাষণে ছোট পরিবারকে দেশাত্মবোধের সঙ্গে তুলনা করেছিলেন।

[আরও পড়ুন: ফের থমথমে কাশ্মীর! নতুন করে বিধিনিষেধ আরোপিত উপত্যকায় ][আরও পড়ুন: ফের থমথমে কাশ্মীর! নতুন করে বিধিনিষেধ আরোপিত উপত্যকায় ]

English summary
In a tweet Shatrughan Sinha wrote: "Since I'm famous or infamous for calling a spade a spade, I must admit here, Hon'ble PM that your speech from the #RedFort on 15th Aug'19 was extremely courageous, well researched.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X